shono
Advertisement
WPL Auction

ঘোষিত WPL-এর দিনক্ষণ, নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামি তারকা দীপ্তি, কোন দলে তিতাস-হারলিনরা?

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে দলে নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস।
Published By: Prasenjit DuttaPosted: 05:44 PM Nov 27, 2025Updated: 09:02 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট ২৭৬ ক্রিকেটারের। তার মধ্যে থেকে সুযোগ পেয়েছেন মাত্র ৭৩ জন। এদিকে নিলামের দিনেই ডব্লিউপিএলের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডব্লিউপিএল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডব্লিউপিএল মেগা নিলামে (WPL Auction) উদ্বোধনী ভাষণের পর দিনক্ষণ ঘোষণা করেন ডব্লিউপিএল চেয়ারম্যান জয়েশ জর্জ। দেখে নেওয়া যাক, প্রথম রাউন্ডের শেষে কোন দলে কে গেলেন। অবিক্রীতই বা থাকলেন কে? 

Advertisement

মোট ১৯৪ জন ভারতীয় ক্রিকেটার নিলামে ছিলেন। তাঁদের মধ্যে ৫২ জন ক্যাপড, অর্থাৎ দেশের হয়ে খেলেছেন। তবে জায়গা ছিল মাত্র ৫০টি। অন্যদিকে, ৮৩ জন বিদেশি প্লেয়ারের জন্য জায়গা ছিল ২৩টি। যাঁদের মধ্যে ৬৬ জন ক্যাপড। প্লেয়ারদের পাঁচটি বেস প্রাইজে ভাগ করা হয়। এর মধ্যে ৫০ লক্ষের বেস প্রাইজে ছিলেন ১৯ জন। ৪০ লক্ষের বেস প্রাইজে ছিলেন ১১ জন। ৩০ লক্ষের ন্যূনতম মূল্যের তালিকায় ৮৮ জন। এছাড়াও ২০ লক্ষ ও ১০ লক্ষ টাকার বেস প্রাইজও ছিল।

তবে নিলামের আগে চোটের কারণে নাম প্রত্যাহার করেন অজি তারকা জেস জোনাসেন। ফলে নিলামে ২৭৭-এর জায়গায় অংশ নিলেন ২৭৬ জন ক্রিকেটার। তবে নিলামে অবিক্রীত রইলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। এদিকে ২ কোটি টাকায় গুজরাট জায়ান্টসে যোগ দিলেন সোফি ডিভাইন। তাঁরও বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।

অন্যদিকে, রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার করে ৩.২০ কোটি টাকায় দীপ্তি শর্মাকে দলে ফেরাল ইউপি ওয়ারিয়র্জ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি তাঁকে এই টাকায় কিনতে রাজি ছিল। কিন্তু সেই অর্থ মেনেও নেয় ইউপি। তাই নিয়ম অনুযায়ী পুরনো দল ইউপিতেই ফেরেন দীপ্তি। বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছেন দীপ্তি শর্মা। করেছেন ২১৫ রান। নিয়েছেন ২২ উইকেট। অর্থাৎ ব্যাটে-বলে পারফর্ম করেছেন। তারই পুরস্কার পেলেন আগ্রার মেয়ে। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামি তারকা তিনিই।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইউপির হাড্ডাহাড্ডি লড়াই চলে অজি ক্রিকেটার মেগ ল্যানিংকে নিয়ে। অবশেষে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কিনে নেয় উত্তরপ্রদেশ। তবে লরা উলভার্টকে নেওয়ার ক্ষেত্রে বাজি মারে দিল্লি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ১ কোটি ১০ লক্ষ টাকায় কেনে তারা। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের দাম পেলেন শ্রী চরণী। ঘূর্ণি কাকে বলে, তার যেন উদাহরণ হিসেবে হাজির হয়েছিলেন তিনি। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। এহেন চরণী ৩০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে ১ কোটি ৩০ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন। ৫০ লাখ টাকায় স্নেহ রানাকে দলে নিয়েছে দিল্লি। ক্যারিবিয়ান ক্রিকেটার চিনেল হেনরিকে ১.৩ কোটিতে তুলে নিল দিল্লি। বিগ হিটার হিসাবে তাঁর খ্যাতি রয়েছে।

তাছাড়াও আরসিবি ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে অস্ট্রেলিয়ার জর্জিয়া ভলকে। ৬৫ লক্ষ টাকায় বেঙ্গালুরুতে যোগ দিলেন রাধা যাদব। অন্যদিকে, ইউপিতে নিয়েছে ফোবি লিচফিল্ড এবং কিরণ নভবীরকে। যথাক্রমে ১.২ কোটি এবং ৪০ লক্ষ টাকায়। বিশ্বজয়ী হারলিন দেওলকেও ইউপি নেয়। ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে রেখেছে ইউপি ওয়ারিয়র্জ। ক্রান্তি গৌড়কে ৫০ লক্ষ টাকায় কিনেছে ইউপি। শবনিম ইসমাইলকে ৬০ লক্ষতে নিল এমআই। লরেন বেল (৯০ লক্ষ) গেলেন বেঙ্গালুরুতে। ইংলিশ ক্রিকেটার লিন্সে ক্লেয়ারকে ৩০ লক্ষ টাকায় কিনল আরসিবি। বাংলার তিতাস সাধুকে কিনে নেয় গুজরাট। কলকাতার সাইকা ইসহাক একজন বাঁহাতি অর্থোডক্স স্পিনার অবিক্রীত রয়ে গেলেন। ৭০ লক্ষে গুজরাতেই থেকে গেলেন ভারতী ফুলমালি। তাঁকে আরটিএম ব্যবহার করে মুম্বইয়ের থেকে ছিনিয়ে নিল গুজরাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
  • আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট ২৭৬ ক্রিকেটারের। তার মধ্যে থেকে সুযোগ পেয়েছেন মাত্র ৭৩ জন।
  • এদিকে নিলামের দিনেই ডব্লিউপিএলের সূচি ঘোষণা করেছে বিসিসিআই।
Advertisement