shono
Advertisement

Breaking News

Asia Cup

দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও এশিয়া কাপ থেকে বাদ যশস্বী! নির্বাচকদের কোপে আরও ২ তারকা

আগামী সপ্তাহেই এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:56 PM Aug 12, 2025Updated: 01:56 PM Aug 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত পারফরম্যান্স থাকা সত্ত্বেও এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে চলেছেন যশস্বী জয়সওয়াল! এমনটাই খবর ছড়াচ্ছে সূত্র মারফত। আগামী সপ্তাহেই এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে। যশস্বী ছাড়া আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সেই দল থেকে বাদ পড়তে পারেন, চলতি বছরের আইপিএলে ভালো খেলা সত্ত্বেও।

Advertisement

বিসিসিআই নির্বাচক কমিটি সূত্রে খবর, সূর্যকুমার যাদব সুস্থ হয়ে উঠে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। এশিয়া কাপে তিনি খেলবেন এমনটাই আপাতত ধরা হচ্ছে। সূর্যর পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জায়গাও পাকা। সম্প্রতি টি-২০র জাতীয় দলে সেরকম নিয়মিত না হলেও ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা শুভমান গিলকেও সুযোগ দেওয়া হবে এশিয়া কাপে। অর্থাৎ ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচে এই পাঁচজনকেই ভাবছে টিম ম্যানেজমেন্ট।

যদি এই কম্বিনেশনেই এশিয়া কাপের প্রথম একাদশ সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট, তাহলে সেখানে যশস্বীর জায়গা হবে না। কেবল যশস্বী নন, চলতি বছরের আইপিএলের অরেঞ্জ ক্যাপজয়ী সাই সুদর্শনকেও প্রথম একাদশের বাইরে রাখতে হবে। কিপিং করলেও আইপিএলে ব্যাট হাতে ভালো ফর্মে থাকা কে এল রাহুলেরও জায়গা হবে না প্রথম একাদশে। প্রথম কিপার হিসাবে থাকছেন সঞ্জু। দ্বিতীয় কিপার হিসাবে রাহুল নন, নির্বাচকদের পছন্দ জিতেশ শর্মা বা ধ্রুব জুরেল, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত রিপোর্ট পাওয়ার পরেই এশিয়া কাপের দল নির্বাচন হবে। সম্ভবত আগামী সপ্তাহেই ঘোষিত হবে এশিয়া কাপের স্কোয়াড। সেখানে জশপ্রীত বুমরাহকে খেলানো হবে কিনা, প্রশ্ন থাকছে। আইপিএলে ভালো ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকেও হয়তো সুযোগ দেওয়া হবে না এশিয়া কাপে। প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিসিসিআই নির্বাচক কমিটি সূত্রে খবর, সূর্যকুমার যাদব সুস্থ হয়ে উঠে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন।
  • সূর্যর পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জায়গাও পাকা।
  • ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
Advertisement