shono
Advertisement
Yashasvi Jaiswal

অজি সফরের শিক্ষা নিয়ে শক্তিশালী হয়ে ফেরার বার্তা যশস্বীর, পেলেন প্রতিপক্ষের প্রশংসাও

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের সর্বোচ্চ রানস্কোরার যশস্বী জয়সওয়াল।
Published By: Arpan DasPosted: 08:34 PM Jan 06, 2025Updated: 08:34 PM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর বর্ডার গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন ভেঙে চুরমার। ভারতীয় ক্রিকেটের জন্য গত কয়েকমাস একেবারেই ভালো যায়নি। অজি সফরেও প্রত্যাশাপূরণ করতে ব্যর্থ ক্রিকেটাররা। তার মধ্যে যদি ভরসার একটি নাম হয় জশপ্রীত বুমরাহ। তবে আরেকটি নাম যশস্বী জয়সওয়াল। সিরিজ শেষ হওয়ার পর সোশাল মিডিয়ায় আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

সিরিজে ভারতের সর্বোচ্চ রানস্কোরার যশস্বী। ৪৩.৪৪ গড়ে তিনি করেছেন ৩৯১ রান। একটি সেঞ্চুরি ছাড়াও আছে দুটি হাফসেঞ্চুরি। ওপেনিংয়ে ভরসা দিয়েছেন যশস্বী। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'অস্ট্রেলিয়া থেকে অনেক কিছু শিখলাম। দুর্ভাগ্যজনক ভাবে যে ফল আশা করেছিলাম, সেরকম হয়নি। কিন্তু আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। আপনাদের সমর্থনই আমাদের জন্য সব কিছু।'

রোহিত-বিরাটরা যখন প্রবল সমালোচিত, তখন তরুণ প্রতিভা যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল। এমনকী প্রতিপক্ষ ক্রিকেটারও তাঁকে সম্মান জানালেন। যশস্বীর পোস্টে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা কমেন্ট করেন, 'তোমার খেলা দেখতে ভালো লাগে।' অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনও লিখেছেন, 'তুমি একজন মহতারকা'।

সুনীল গাভাসকরও যশস্বীর প্রশংসা করে বলেছেন, "নীতীশ কুমার রেড্ডি ও যশস্বীর মধ্যে একটা খিদে চোখে পড়েছে। দেশের জন্য, নিজেদের জন্য ভালো কিছু করার খিদে। এরকম প্লেয়ারই দরকার, যারা জীবন দিয়ে উইকেট রক্ষা করবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অজি সফরে প্রত্যাশাপূরণ করতে ব্যর্থ ক্রিকেটাররা।
  • তার মধ্যে যদি ভরসার একটি নাম হয় জশপ্রীত বুমরাহ। তবে আরেকটি নাম যশস্বী জয়সওয়াল।
  • সিরিজ শেষ হওয়ার পর সোশাল মিডিয়ায় আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন তিনি।
Advertisement