সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস ছয় আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এর আগে এক অনুষ্ঠানে তাঁর অসংলগ্ন আচরণের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। শারীরিক অসুস্থতার পাশাপাশি একটা সময় আর্থিক সমস্যায় জেরবার হয়ে পড়েছিলেন বিনোদ কাম্বলি। সেই সময় অনেকেই কাম্বলির পাশে দাঁড়িয়ে সুস্থ জীবনে ফিরে আসার পরামর্শ দিয়েছিলেন। যদিও এর অনেক আগেই কাম্বলিকে স্বাভাবিক জীবনযাপনের পরামর্শ দিয়েছিলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংও। সেই পরামর্শ কি শুনেছিলেন কাম্বলি?
যোগরাজের অভিযোগ, শচীনের ছোটবেলার বন্ধু তাঁকে বিশেষ 'পাত্তা' দেননি। এমনকী তাঁকে উপহাসের পাত্র হন তিনি। যোগরাজ বলেন, "কাম্বলিকে বলেছিলাম পার্টি করা, সিগারেট খাওয়া, মহিলাদের সঙ্গে ঘোরাফেরা বন্ধ করতে। নাহলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। যদি এগুলো বন্ধ না করো ভবিষ্যতে তোমাকে কাঁদতে হবে। দেখুন এখন ওর কী দশা! ব্যক্তিগতভাবে ওর সঙ্গে কথা বলেছিলাম। অনেক বুঝিয়ে ছিলাম। শোনেনি। ও বলেছিল, 'স্যর, আপনার সময় শেষ।' নিজেকে যেন 'রাজা' ভাবত। ভুলে গিয়েছিল, কেউই খেলার চেয়ে বড় নয়।"
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কাম্বলিকে। জানা গিয়েছিল, প্রস্রাবের সংক্রমণে ভুগছিলেন। এর আগে ২০১৩ সালে দু'বার অস্ত্রোপচার হয় কাম্বলির। তখন চিকিৎসার ব্যয়ভার বহন করেছিলেন শচীন তেণ্ডুলকর। প্রসঙ্গত, দেশের হয়ে ১০৪টি ওয়ানডে ও ১৭টি টেস্ট খেলেছেন তিনি। কেরিয়ারের শুরুতে অনেক মাইলফলকই অর্জন করেছিলেন। পরপর দু'টি দ্বিশতরানের রেকর্ডও তাঁর নামে। কিন্তু অচিরেই হারিয়ে গিয়েছেন ক্রিকেট থেকে।
সম্প্রতি কাম্বলি অসুস্থ হওয়ার পর সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। তবে তার জন্য একটি শর্তও ছিল। কাম্বলিকে স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে। তবেই পুরো খরচ দিতে তৈরি ছিলেন কপিল দেবরা। উল্লেখ্য, কাম্বলির বিরুদ্ধে মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ বারবার উঠেছে। আর অভিযোগকারীর তালিকায় এবার নতুন সংযোজন যোগরাজ সিংয়ের নাম।
