সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের ইউরো কাপে শেষ হাসি হাসতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রি কোয়ার্টার ফাইনালেই ছিটকে যেতে হয়েছে পর্তুগালকে। রোনাল্ডো ছিটকে যেতেই গ্ল্যামার হারিয়েছে টুর্নামেন্ট। এর মধ্যেই খবর সেলিব্রিটিদের মধ্যে রোনাল্ডোই সব থেকে বেশি আয় করেন ইনস্টাগ্রাম থেকে। কেরিয়ারের যতই সায়াহ্নে পৌঁছন না কেন ‘সিআর ৭’, বাকিদের থেকে জনপ্রিয়তায় তিনি এখনও বহু মাইল এগিয়ে। ইনস্টাগ্রামে(Instagram) একটি পোস্ট থেকে সব চেয়ে বেশি আয় পর্তুগিজ মহাতারকার। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ১১ কোটি ৯৩ লক্ষ টাকা।
হপার এইচকিউ ইনস্টাগ্রাম থেকে আয়ের একটি তালিকা প্রকাশ করেছে। ২০ জনের সেই তালিকায় রোনাল্ডো সবার উপরে।তাঁর ঠিক পরেই রয়েছেন ডব্লিউডব্লিউই-র তারকা কুস্তিগির ডোয়েন জনসন। ‘দ্য রক’ (The Rock) হিসেবেই তিনি পরিচিত সবার কাছে। তাঁর একটি পোস্ট থেকে আয় ১১ কোটি ৩৩ লক্ষ টাকা। ফুটবলমাঠে রোনাল্ডোর এক নম্বর শত্রু লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবলপ্রেমীরা এক নিঃশ্বাসে দু’ জনের নাম উচ্চারণ করেন। সেই মেসি কিন্তু রোনাল্ডোর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। একটা সিঙ্গল স্পনসরড পোস্ট থেকে মেসির আয় ৮ কোটি ৬৫ লক্ষ টাকা। ক্রীড়াবিদদের মধ্যে রোনাল্ডোর ঠিক পিছনেই রয়েছেন মেসি। কিন্তু দুই মহাতারকার মাঝে ঢুকে পড়েছেন বিনোদন জগতের একাধিক তারকা। ব্রাজিলের নেইমার (Neymar) রয়েছেন ১৬ নম্বরে। তাঁর আয় ৬ কোটি ১৪ লক্ষ।
[আরও পড়ুন: ভারতীয় বুকির থেকে টাকা নিয়ে ম্যাচ ফিক্সিং! দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল ICC]
ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছেন কেবল বিরাট কোহলি (Virat Kohli)। ভারত অধিনায়ক রয়েছেন ১৯ নম্বরে। কোহলির একটা পোস্ট থেকে আয় ৫ কোটি ৭ লক্ষ টাকা। ইনস্টাগ্রামে একটি পোস্টের নিরিখে রোনাল্ডো ছাপিয়ে গিয়েছেন মেসিকে। ইউরোয় রোনাল্ডোর দৌড় শেষ হয়ে গেলেও কোপা আমেরিকায় রয়ে গিয়েছেন মেসি। শেষ পর্যন্ত মেসির হাতে কি উঠবে কোপা আমেরিকা, সেটাই এখন দেখার।
ইনস্টাগ্রামে সেরা ২০-র তালিকা-
১) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- ১১ কোটি ৯৩ লক্ষ
২) ডোয়েন জনসন- ১১ কোটি ৩৩ লক্ষ
৩) আরিয়ানা গ্রান্দে- ১১ কোটি ২৬ লক্ষ
৪ ) কেইল জেনার- ১১ কোটি ১০ লক্ষ
৫ ) সেলেনা গোমেজ- ১০ কোটি ৮৯ লক্ষ
৬ ) কিম কার্দাশিয়ান- ১০ কোটি ৫১ লক্ষ
৭ ) লিওনেল মেসি- ৮ কোটি ৬৫ লক্ষ
৮) বেয়ন্স- ৮ কোটি ৫০ লক্ষ
৯) জাস্টিন বিবার- ৮ কোটি ২০ লক্ষ
১০) কেন্দাল জেনার- ৭ কোটি ৮৩ লক্ষ
১১) টেলর সুইফ্ট- ৭ কোটি ৫৩ লক্ষ
১২) জেনিফার লোপেজ- ৭ কোটি ৩৬ লক্ষ
১৩) কোল কার্দাশিয়ান- ৭ কোটি ৭ লক্ষ
১৪) নিকি মিনাজ- ৬ কোটি ৫১ লক্ষ
১৫) মিলি সাইরাস- ৬ কোটি ২৫ লক্ষ
১৬) নেইমার- ৬ কোটি ১৪ লক্ষ
১৭) কোর্টনি কার্দাশিয়ান- ৫ কোটি ৮৫ লক্ষ
১৮) কেভিন হার্ট- ৫ কোটি ২৬ লক্ষ
১৯) বিরাট কোহলি- ৫ কোটি ৭ লক্ষ
২০) ডেমি লাভাতো- ৪ কোটি ৯৮ লক্ষ