shono
Advertisement

Breaking News

মাঠে অশ্লীল অঙ্গভঙ্গি, শাস্তির মুখে পড়তে চলেছেন রোনাল্ডো

চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চিত সিআর সেভেন! The post মাঠে অশ্লীল অঙ্গভঙ্গি, শাস্তির মুখে পড়তে চলেছেন রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.
Posted: 11:33 AM Mar 15, 2019Updated: 11:33 AM Mar 15, 2019

স্টাফ রিপোর্টার: এবার কি বড় শাস্তির মুখে পড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিক করে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছেন তিনি। স্বয়ং লিওনেল মেসি তাঁর পারফরম্যান্সে উচ্ছ্বসিত। অথচ সেই রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল জুভেন্তাস। হারার পর অ্যালেটিকোর সমর্থকরা বিদ্রুপ করতে ছাড়েননি রোনাল্ডোকে। তাই হারার পর ট্যানেলে যাওয়ার সময় রোনাল্ডো বলেছিলেন, “পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। অ্যাটলেটিকো সেই ট্রফি একবারও পায়নি।”

Advertisement

সেদিনের যাবতীয় জ্বালা যন্ত্রণা রোনাল্ডো উগরে দেন তুরিনে। হ্যাটট্রিক চমকে দেন। গোটা বিশ্ব রোনাল্ডোর এই পারফরম্যান্স দেখে যখন তাঁর বন্দনায় মুখরিত, সেই সময় ইতালির সংবাদপত্র গেজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রোনাল্ডোকে বড় শাস্তির মুখে পড়তে হচ্ছে। কারণ? তাঁর বিশ্রী অঙ্গভঙ্গি। অ্যাটলেটিকোর কাছে হারের পর সমর্থকদের বিদ্রুপের জবাব দিতে গিয়ে ম্যাচ জেতার পর কুঁচকির দু’পাশে হাত নিয়ে কুৎসিত আচরণ করেন রোনাল্ডো। যা ফুটবলের পরিপন্থী। পর্তুগিজ তারকা চ্যাম্পিয়ন্স লিগে কটা ম্যাচ খেলতে পারবেন না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জুভেন্তাস ফাইনালে উঠলে একটা ম্যাচ বসছেন, তা নিশ্চিত। তবে, অনেকে এও বলছেন, রোনাল্ডো যে অঙ্গভঙ্গি করেছেন, তা দলের সতীর্থদের সামনে। দর্শক পরিবেষ্টিত স্টেডিয়ামে এমন অঙ্গভঙ্গিকে কেউ সমর্থন করতে পারছেন না। অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমোনেকে রোনাল্ডোর বিশ্রী অঙ্গভঙ্গি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি নিশ্চিত, ক্রিশ্চিয়ানো যা করেছে, তা আমিও প্রথম লেগের খেলায় করেছিলাম। তাই রোনাল্ডোর অঙ্গভঙ্গিকে দোষ দেব কী করে?

[রোনাল্ডো ম্যাজিক, সিআর সেভেনের হ্যাটট্রিকে অবিশ্বাস্য কামব্যাক জুভেন্তাসের]

The post মাঠে অশ্লীল অঙ্গভঙ্গি, শাস্তির মুখে পড়তে চলেছেন রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement