সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ২০০-তম ম্যাচ। সেই ম্যাচে গোল করে পর্তুগালকে (Portugal) জেতালেন সিআর সেভেন। মাইলফলকের ম্যাচ রাঙিয়ে দিলেন মহানায়ক।
ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচে পর্তুগালের মুখোমুখি হয়েছিল আইসল্যান্ড। সেই ম্যাচে খেলার একেবারে শেষ লগ্নে গোল করে পর্তুগালকে জেতান রোনাল্ডো।
রেকর্ড আর রোনাল্ডো সমার্থক হয়ে গিয়েছে। আইসল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে ২০০ নম্বর ম্যাচে নামলেন। গিনেস বুকে নাম তুলে নিলেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন রোনাল্ডো। ম্যাচের বল গড়ানোর আগে রোনাল্ডোর হাতে ফুলের স্তবক এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে শংসাপত্র দেওয়া হল। তবে গোলের জন্য পর্তুগাল এবং রোনাল্ডোকে অপেক্ষা করে থাকতে হল ৮৯ মিনিট পর্যন্ত।
[আরও পড়ুন: এমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশকে হারাল ৩১ রানে]
৮৯ মিনিটে এল কাঙ্খিত সেই গোল। দেশের হয়ে ১২৩ নম্বর গোল করলেন সিআর সেভেন।
কিন্তু গোল করার পরেও তা দ্রুত উদযাপন করতে পারেননি রোনাল্ডো এবং পর্তুগাল। রেফারি ভার প্রযুক্তির সাহায্য নিয়ে দেখতে চান গোলটা অফসাইড থেকে কিনা। ভার প্রযুক্তির সাহায্যে রেফারি দেখেন গোলটা বেআইনি নয়। গোলের বাঁশি বাজানোর পরে রোনাল্ডো তাঁর বিখ্যাত উদযাপন শুরু করেন। মিস্টার ২০০ নিজের মাইলফলক ছোঁয়া নিয়ে বলেন, ”আমি খুব খুশি। আমার কাছে এটা অবিশ্বাস্যএক সাফল্য।”
ইউরো ২০২৪ সালের কোয়ালিফায়ারে গ্রুপ জে-তে রোনাল্ডোর পর্তুগাল সবার উপরে রয়েছে। চারটি ম্যাচে চারটিতেই জিতেছে পর্তুগিজরা। কোনও গোল হজম করেনি পর্তুগাল। এই চারটি ম্যাচে পর্তুগাল গোল করেছে ১৪টি। ইউরো কাপে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে পর্তুগাল এগিয়ে।