shono
Advertisement

পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, শহিদ ১ জওয়ান

শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। The post পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, শহিদ ১ জওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 04:52 PM May 12, 2018Updated: 05:07 PM May 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময়ে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। রাজ্যের পুলওয়ামায় শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় এক সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার পুলওয়ামার চিনারবাগ ও মহল্লা তাকিয়া এলাকায় তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি শুরু করা হয়েছিল। তল্লাশি চলার সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা অভিযান চালায় সেনা। ওই সংঘর্ষে শহিদ হন এক জওয়ান

[ প্রাণ বাঁচিয়েছে সেনাই, বিপথগামীদের ঘরে ফেরার বার্তা লস্কর জঙ্গির ]

সেনা সূত্রে খবর, সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল জঙ্গিরা। তল্লাশি শুরু হওয়া মাত্রই তারা গুলি চালাতে শুরু করে। তখনই বসির আহমেদ নামে এক সিআরপিএফ জওয়ান আহত হন। এখনও কোনও সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। অন্ধকারের সুযোগ নিয়ে তারা পালিয়ে যায় বলে খবর।

[ সেনার গুলিতে খতম ‘৩৬ ঘণ্টা’-র জঙ্গি, শেষ ফোনে বাবাকে কী বলেছিল রফি ভাট? ]

গত রবিবার সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হয় পাঁচ জঙ্গি। সেদিন সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের বদগাঁও এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে সেনা। কিন্তু তা সত্ত্বেও গুলি চালায় জঙ্গিরা। তল্লাশি চলার সময় হিজবুলে জঙ্গি সাদ্দামকে খতম করে ভারতীয় সেনা। এছাড়া সেনা যাদের খতম করেছিল, তাদের মধ্যে ছিল এক নবাগত জঙ্গি। সে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। নাম মহম্মদ রফি ভাট। ওই পাঁত জনের মধ্যে বাকি তিনজনের নাম বিলাল আহমেদ, আদিল আহমেদ মালিক ও তউসিদ আহমেদ শেখ। এসএসপি শৈলেন্দ্র মিশ্র জানান, তাঁরা এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন। তখনই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। পালটা গুলি চালান পুলিশকর্মী ও জওয়ানরা। গুলি বিনিময়ের কারণে এক পুলিশকর্মী ও এক জওয়ান আহত হন।

The post পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, শহিদ ১ জওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement