সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার ক্রাইম কনসালট্যান্ট হিসাবে উত্তরবঙ্গের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পুলিশ। আপাতত চুক্তি ভিত্তিতেই আবেদনকারীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ইমেলে করে আবেদনপত্র পাঠাতে পারেন। ইমেল আইডিগুলি হল: igpnbr-slg@policewb.gov.in অথবা cybercrimenbr@gmail.com। //www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে মিলবে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য। আগামী ৬ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
সাইবার ক্রাইম কনসালট্যান্ট (সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল)
শূন্যপদ: ৮টি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কিংবা বিই/বিটেক/এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অথবা
বিসিএ/বিএসসি-সহ একই পদে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে BSF-এ চাকরি, আবেদন করতে ভুলবেন না]
আবেদনের পদ্ধতি:
igpnbr-slg@policewb.gov.in অথবা cybercrimenbr@gmail.com এই ইমেল আইডির মাধ্যমে আবেদন করতে পারেন।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।
চাকরি সংক্রান্ত যেকোনও তথ্য পেতে //www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
The post শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই মিলতে পারে রাজ্য পুলিশে চাকরি, রইল আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.