shono
Advertisement

টার্গেট বয়স্করা, সাইবার জালিয়াতিতে কোটি কোটি টাকা প্রতারণা, আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস

উত্তরাখণ্ড থেকে ৫ জনকে গ্রেপ্তার করল বারাকপুর কমিশনারেট।
Posted: 02:00 PM Nov 18, 2023Updated: 02:12 PM Nov 18, 2023

অর্ণব দাস, বারাকপুর: টার্গেট করা হয়েছিল প্রবীণ নাগরিকদের। কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে (Cyber Crime) তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে অবশেষে পুলিশের জালে আন্তর্জাতিক প্রতারণা চক্রের মাথারা। এই সাইবার জালিয়াতির পর্দা ফাঁস করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুন থেকে ৫ জন-সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে পেশ করা হয়। অপারেশন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান হরি পাণ্ডে।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে গত ১৮ অক্টোবর খড়দহ (Khardah) থানা এলাকার বলরাম হাসপাতাল সংলগ্ন এলাকার একটি কল সেন্টারে হানা দেয় খড়দহ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় মোট ১০ জনকে। এরা কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালাচ্ছিল বলে অভিযোগ। এর পর এই মামলার তদন্তভার বারাকপুর কমিশনারেটের (Barrackpore Police Commissionarate) গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়। তদন্তে নেমে ২৫ অক্টোবর গোয়েন্দা বিভাগ আরও একজনকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ পায়। এমনই জানিয়েছেন গোয়েন্দা প্রধান।

[আরও পড়ুন: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে থাকবেন মোদি, পালটা তোপ তৃণমূলের]

তিনি আরও জানান, তিনদিন আগে উত্তরাখণ্ডের দেরাদুনের একটি পাঁচতারা হোটেল থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। এই ছয়জনকে শনিবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর আদালতে পেশ করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদেশের প্রবীণ ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে তাঁদের কম্পিউটার সফটওয়্যার (Software) হ্যাক করে তাঁদের অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। দীর্ঘ চার বছর ধরে ধৃতরা খড়দহ থেকে এই প্রতারণা চক্র চালাচ্ছিল বলে জানিয়েছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান শ্রী হরি পাণ্ডে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘সত্যের জয়’, শর্তসাপেক্ষে জামিনের পর মন্তব্য নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার