shono
Advertisement

হাওড়া স্টেশনে দালালের খপ্পরে খোদ রেলকর্তা, দৌরাত্ম্যে তিতিবিরক্ত যাত্রীরা

দৌরাত্ম্য রুখতে তৈরি হয়েছে বিশেষ টাস্ক ফোর্স। The post হাওড়া স্টেশনে দালালের খপ্পরে খোদ রেলকর্তা, দৌরাত্ম্যে তিতিবিরক্ত যাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:35 PM Jun 01, 2018Updated: 01:50 PM Jun 01, 2018

সুব্রত বিশ্বাস: নৈরাজ্যের বেড়া টপকে পনেরো লক্ষ যাত্রীর নিত্যযাত্রা হাওড়া স্টেশনে৷ রেল যখন নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর দিতে বলছে তখন ওই নৈরাজ্যের ব্যবস্থা কীভাবে চলছে তা নিয়ে প্রশ্ন যাত্রীদের মধ্যে৷ দালাল দৌরাত্ম্যে রীতিমতো তিতিবিরক্ত যাত্রীরা৷ দালালের খপ্পর থেকে বাদ যাচ্ছেন না খোদ রেলকর্তাও৷

Advertisement

[  ‘১’ টিপতেই ফোন হ্যাক, মোবাইলে আধার লিংকের নামে প্রতারণা ]

দিন দুয়েক আগে হাওড়া নিউ কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে রেল টিকিটের খপ্পরে পড়েন রেলের এক প্রথম শ্রেণির কর্তা৷ কর্তাকে উদ্দেশ্য করেই দালালরা বলে, ‘কাঁহা কা রিজার্ভেশন চাহিয়ে? ৫০০ রুপিয়া জ্যাদা দেনে মে মিল যায়েগা’৷ দালাল দৌরাত্ম্য দেখে কর্তার চোখ তো কপালে৷ তিনি আরপিএফকে টাস্ক ফোর্স গঠন করে এই দৌরাত্ম্যে লাগাম পরানোর নির্দেশ দেন৷ আজ শুক্রবার থেকেই কাজ শুরু করছে এই বিশেষ বাহিনী৷ যাত্রীদের থেকে বাড়তি টাকা নিয়ে, টিকিট পরীক্ষক ধরে জায়গা করে দেওয়ার পদ্ধতির পাশাপাশি সংরক্ষিত টিকিট লাইনের প্রথমে দাঁড়িয়ে পড়ার মতো একাধিক পন্থা নেয় দালালরা৷ টাস্ক ফোর্স নিরপেক্ষতা রেখে কতটা কাজ করতে পারবে তা নিয়ে তাই প্রশ্ন উঠছে৷

[  অন্তর্বাসের ভিতর ৪ লক্ষ টাকার জাল নোট, ময়দান চত্বর থেকে পাকড়াও পাচারকারী ]

এদিকে স্টেশন থেকে বেরিয়েই সিগারেটের ডালা৷ যাত্রীরা সেখানে সিগারেট কিনে জ্বালালেই বিপত্তি। আইন দেখিয়ে জরিমানার নামে টাকা আদায় চলছে বলেও অভিযোগ৷ যাত্রীদের অভিযোগ, সিগারেট খেলে দোষ, কিন্তু বিক্রি করতে বাধা নেই৷ এই ডালা যে ‘ফাঁদ’ হিসেবে কাজে লাগানো হচ্ছে, তা নিয়ে অভিযোগ জানিয়েছেন যাত্রীরা৷ হাওড়া স্টেশনে যে টিকিট ভেন্ডিং মেশিন বসানো হয়েছে, তা নিয়েও চলছে দালালি৷ ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে সড়গড় নয় এমন যাত্রীদের টিকিট কাটায় সহযোগিতা করে বাড়তি টাকা নেওয়া হচ্ছে পারিশ্রমিক হিসেবে৷ এমন অভিযোগও উঠেছে৷

[  বাঁশদ্রোণীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীকে আটক করল পুলিশ ]

হাওড়া স্টেশন থেকে তুলে দেওয়া হয়েছে সমস্ত ভেন্ডিং স্টলগুলি৷ ফলে জল থেকে খাবার- নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও পানীয় জলের জন্য অভাব দেখা দিয়েছে৷ ফলে চড়া দামে জল ও খাবারও বিক্রি হচ্ছে৷ বইয়ের স্টলে বিক্রি হচ্ছে বালিশ৷ যাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী যখন দিতে পারছে না রেল, তখন যাত্রী হয়রানি বাড়াতে নির্দেশ দিচ্ছেন কর্তারা৷ থুতু ফেলার জন্য জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে টিকিট পরীক্ষকদের৷ কিন্তু এতে বিপাকে পড়েছেন তাঁরাই৷ সব মিলিয়ে চূড়ান্ত নৈরাজ্যের মধ্যেই হাওড়া স্টেশনে রেলযাত্রা নিত্যযাত্রীদের।

The post হাওড়া স্টেশনে দালালের খপ্পরে খোদ রেলকর্তা, দৌরাত্ম্যে তিতিবিরক্ত যাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement