সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডান্স কোরিওগ্রাফার রেমো ডিসুজা পরিচালক হয়েছেন বছর খানেক আগেই। সাফল্যের মুখও দেখেছেন। এবার তিনিই প্রতারণার অভিযোগে বিপাকে পড়লেন। সিনেমা মুক্তি পেলেই নাকি লগ্নীকারীর টাকা দ্বিগুণ হয়ে যাবে! অতএব লাভও দ্বিগুণ। ঠিক এমন প্রতিশ্রুতি দিয়েই টাকা নিয়েছিলেন রেমো এক ব্যবসায়ীর থেকে। সেই ব্যবসায়ীও বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক রেমোর কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু, টাকা দ্বিগুণ হওয়া তো দূরের কথা, আসল টাকাও ফেরত পাননি তিনি। এমন অভিযোগই তুলেছেন উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী। আর সেই অভিযোগের ভিত্তিতেই রেমোর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল গাজিয়াবাদের আদালত।
বছর তিনেক আগে ঘটনার সূত্রপাত। সালটা ২০১৬। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সেই ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগীর কথায়, সে সময় ‘অমর মাস্ট ডাই’ ছবির জন্য রেমো তাঁর কাছে ৫ কোটি টাকা চেয়ে নেন। সিনেমা মুক্তি পেলে তাঁর দ্বিগুণ অর্থাৎ ১০ কোটি টাকা ফেরত দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিচালক। কিন্তু আজও সেই ৫ কোটি টাকা ফেরত পাননি সত্যেন্দ্র। আর তাই শেষে বাধ্য হয়ে গাজিযাবাদ থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন, এমনটাই জানিয়েছেন রাজনগর এলাকার ওই ডাকসাইটে ব্যবসায়ী।
[আরও পড়ুন: ‘কার্ডও ছাপা হয়েছিল, বিয়ের কিছুদিন আগেই বেঁকে বসেন সলমন’, দাবি নামী প্রযোজকের ]
পরিচালক রেমো ডিসুজার বিরুদ্ধে সত্যেন্দ্র ত্যাগী পুলিশে এই অভিযোগ দায়ের করার পর থেকেই শুরু হয় তদন্ত। আদালতে দীর্ঘ দিন শুনানিও চলে। তবে বুধবার শুনানির পর অবশেষে গাজিয়াবাদ আদালতের বিচারক মহেন্দ্র রাওয়াত রেমোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মীরাটের পুলিশ সুপার অতীশ কুমার জানান, আদালতে হাজির থাকার কথা থাকলেও রেমো শুনানির দিন অনুপস্থিত ছিলেন। তাই আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারির আরজি জানানো হয়। সংশ্লিষ্ট রাজ্যের অন্যান্য জায়গাগুলিতেও রেমোর বিরুদ্ধে জারি করা এই গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়ে দেওয়া হবে।
[আরও পড়ুন: মন কষাকষি শেষ, ফের এসভিএফ প্রযোজিত ছবিতে দেব ]
The post ৫ কোটি প্রতারণার অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি রেমো ডিসুজার বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.