shono
Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, জানেন কীভাবে?

কবে, কোথায় হবে ইন্টারভিউ? The post ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, জানেন কীভাবে? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:18 PM Feb 28, 2020Updated: 04:18 PM Feb 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। হুগলির চণ্ডীতলা ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে মিড-ডে মিল বিভাগে নিয়োগ করা হবে তাঁকে। নির্দিষ্ট দিনে বায়োডেটা এবং শিক্ষাগত ও ঠিকানার প্রমাণপত্র নিয়ে সশরীরে আগ্রহী প্রার্থীকে উপস্থিত থাকতে হবে।

Advertisement

আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:
১. ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন পাবেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

[আরও পড়ুন: রাজ্যে বিপুল সংখ্যক আশা কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

ইন্টারভিউয়ের দিনক্ষণ:
আগামী ২৫ মার্চ সকাল দশটায় আগ্রহীদের ইন্টারভিউ নেওয়া হবে।

কোথায় নেওয়া হবে ইন্টারভিউ?
হুগলির চণ্ডীতলা ২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের প্রয়োজনীয় তথ্য:
১. আগ্রহী ব্যক্তিকে বায়োডেটা নিয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের সময় অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে।
২. আগ্রহী ব্যক্তিকে সঙ্গে রাখতে হবে শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র। বয়স এবং ঠিকানার প্রমাণপত্রও সঙ্গে থাকতে হবে তাঁর।

এছাড়াও এই শূন্যপদ সম্পর্কে যেকোনও তথ্যের জন্য www.hooghly.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

The post ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, জানেন কীভাবে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement