সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে উঠে বসে রয়েছেন যাত্রীরা। কিন্তু পাইলটের দেখা নেই! তার জেরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হল সকলকে। ভারতে এসে এমনই বিরক্তিকর অভিজ্ঞতা হল ডেভিড ওয়ার্নারের। সেই নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন অজি তারকা। উল্লেখ্য, তেলুগু সিনেমা ‘রবিনহুড’-এর মাধ্যমে ভারতীয় সিনেমায় পা রাখতে চলেছেন তিনি।

ঠিক কী ঘটেছে অজি তারকার সঙ্গে? জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে যাওয়ার কথা ছিল ওয়ার্নারের। কিন্তু যে বিমানে ওয়ার্নার-সহ যাত্রীরা উঠেছিলেন, সেখানে কোনও পাইলটই ছিলেন না। তার ফলে উড়ান ছাড়তে অনেক দেরি হয়। নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। যাত্রা শেষে গোটা বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন অজি তারকা। পোস্টে লেখেন, "আমরা বিমানে উঠে পড়লাম, তারপর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হল পাইলটের জন্য। আপনারা পাইলটবিহীন উড়ানে কেন যাত্রীদের বসান?" পোস্টে এয়ার ইন্ডিয়াকে ট্যাগও করেন ওয়ার্নার।
তবে অজি তারকার পোস্টে জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার তরফে জানানো হয়, "আজকে বেঙ্গালুরুর আবহাওয়া আচমকাই খারাপ হয়ে গিয়েছিল। ফলে প্রত্যেক সংস্থার উড়ানেই কমবেশি দেরি হয়েছে। মিস্টার ওয়ার্নার আপনার বিমান চালানোর দায়িত্ব যে টিমের উপর ছিল, তাঁরাও আটকে ছিলেন খারাপ আবহাওয়ার কারণে। সেই জন্যই আপনার বিমানও দেরি হয়েছে।"
প্রসঙ্গত, প্রায় আট বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ওয়ার্নার। কমলা বাহিনী আইপিএলও জেতে তাঁর নেতৃত্বে। দুপক্ষের সম্পর্কের শেষটা খুব একটা ভালো না হলেও ভারতীয় জনতার ‘ঘরের লোক’ হয়ে গিয়েছেন তিনি। এবার ভারতীয় সিনেমাতেও সুযোগ পেয়েছেন। তেলুগু সিনেমা ‘রবিনহুড’-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে তাঁর চরিত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলা। নীতীন ও শ্রীলীলার মতো তারকাকে দেখা যাবে এই সিনেমায়। ২৮ মার্চ মুক্তি পেতে চলেছে সিনেমাটি।