shono
Advertisement

পাকিস্তানে নিহত দাউদ ঘনিষ্ঠ ফারুক দেবড়িওয়ালা

খুনের পিছনে রয়েছে ছোটা শাকিল, আশঙ্কা গোয়েন্দাদের৷ The post পাকিস্তানে নিহত দাউদ ঘনিষ্ঠ ফারুক দেবড়িওয়ালা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Jan 18, 2019Updated: 04:42 PM Jan 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে খুন একদা দাউদ ঘনিষ্ঠ ডন ফারুক দেবড়িওয়ালা৷ দীর্ঘদিন ধরেই ভারতীয় গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল ফারুক৷ ডি কোম্পানির বেতাজ বাদশাকে খুনের ষড়যন্ত্রেও যুক্ত ছিল সে৷ তবে কে বা কারা ফারুককে খুন করল, সেই বিষয়ে এখনও ধন্দে রয়েছেন তদন্তকারীরা৷ আশঙ্কা করা হচ্ছে, দাউদের সহকারী ছোটা শাকিলের নির্দেশেই খুন করা হয়েছে দেবড়িওয়ালাকে৷যদিও ফারুকের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি ইন্টারপোল।

Advertisement

[বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ব্রিটেনের প্রিন্স ফিলিপ ]

২০১৮ থেকে করাচির গোপন আস্তানায় ছিল ফারুক দেবড়িওয়ালা। গোয়েন্দা সূত্রে খবর, কয়েক মাস আগে ব্যবসায়িক বিবাদের জেরে দাউদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ছোটা শাকিলের৷ তখন এই ফারুকের সঙ্গে মিলে দাউদকে খুনের ষড়যন্ত্র করেছিল ছোটা শাকিল৷ এমনকী, দাউদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছিল শাকিল৷ গোয়েন্দা আধিকারিকদের অনুমান, সম্ভবত দাউদ-শাকিলের সেই বিবাদ মিটে যায়৷ কিন্তু ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করতে থাকে ফারুক৷ এমনকী, কয়েকদিন আগে ফারুকের সঙ্গে একান্তে বৈঠকও করে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা৷ আশঙ্কা, কোনও ভাবে এই বৈঠকের খবর পৌঁছে গিয়েছিল দাউদ সহযোগী ছোটা শাকিলের কাছে৷ ডি কোম্পানির গোপন তথ্য যাতে কোনও ভাবে ভারতীয় গোয়েন্দাদের হাতে না চলে যায়, তা রুখতেই সম্ভবত ফারুককে খুন করিয়েছে ছোটা শাকিল৷ 

[নিয়তির পরিহাস! ৯/১১-তে বাঁচলেও নাইরোবিতে জঙ্গি হানায় হত মার্কিন ব্যবসায়ী]

ফারুকের জন্ম মুম্বইতে। গত বছর সংযুক্ত আরব আমিরাশাহিতে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। ফারুককে ভারতে প্রত্যর্পণের জন্য অনেক চেষ্টা করেছিল নয়াদিল্লি। কিন্তু ভারতের চেষ্টা ব্যর্থ করে পাকিস্তান৷ দাউদ ঘনিষ্ঠ এই ডনকে সেল্টার দেয় ইসলামাবাদ। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হারেন পাণ্ডিয়ার হত্যার পিছনেও নাম রয়েছে এই ফারুকের৷

The post পাকিস্তানে নিহত দাউদ ঘনিষ্ঠ ফারুক দেবড়িওয়ালা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement