shono
Advertisement

নিলামে দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি, ডনের রক্তচক্ষু সত্ত্বেও কত উঠল দাম?

ক্রেতা কে তা গোপন রাখা হয়েছে।
Posted: 06:59 PM Jan 05, 2024Updated: 08:02 PM Jan 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে উঠল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি। ডি-কোম্পানির রোষের মুখে পড়ার আশঙ্কা সত্ত্বেও দাম উঠল দুকোটি টাকা। তবে ক্রেতা কে তা গোপন রাখা হয়েছে।  

Advertisement

শুক্রবার ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড পলাতক ডনের মোট চারটি সম্পত্তি নিলাম করে ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অথরিটি’। এর মধ্যে দুটি এদিন বিক্রি হয় বলে খবর। যার মধ্যে ১৭০. ৯৮ স্ক্যোয়ার মিটারের একটি কৃষিজমি বিক্রি হয় ২ কোটি ১ লক্ষ টাকায়। ডাক শুরু হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা থেকে। ধাপে ধাপে তা বেড়ে ২ কোটির ঘর ছাপিয়ে যায়। অন্য আরেকটি কৃষিজমি বিক্রি হয় ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। অন্যদুটির জন্য ক্রেতা পাওয়া যায়নি। 

[আরও পড়ুন: মদ থেকে মারণাস্ত্র, কোটি কোটি নগদ! হরিয়ানায় কংগ্রেস বিধায়কের বাড়ি ইডির হানা]

উল্লেখ্য, দাউদ এবং তাঁর পরিবারের অবিক্রিত চারটি কৃষিজমি রয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামে। এদিন নিলামে ওঠে এগুলোই। ওই গ্রামের বাড়িতেই তার শৈশব কেটেছিল। প্রসঙ্গত, ২০১৭ সালে নিলাম হয়েছিল মুম্বইয়ের ভেন্ডি বাজারের কাছে দাউদের ধামড়ওয়ালা বাড়িটি। আশির দশকে ভারত ছেড়ে পালানোর আগে পর্যন্ত সেখানেই থাকত কুখ্যাত ডন।

এদিকে, নিলামে দাউদের সম্পত্তি কে বা কারা কিনেছেন তা জানা যায়নি। জল্পনা ছিল, দাউদের সম্পত্তি কিনতে নিলামে উপস্থিত থাকবেন প্রভাবশালী শিব সেনা নেতা তথা আইনজীবী অজয় শ্রীবাস্তব। প্রসঙ্গত, এর আগেও দাউদের অনেক সম্পত্তি নিলামে উঠেছে। তবে অনেক ক্ষেত্রেই মেলেনি ক্রেতা। প্রশাসনের একাংশের মতে, মাফিয়ার রোষে পড়ার ভয়েই বার বার পিছিয়ে গিয়েছেন ক্রেতাদের একাংশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement