সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকরা তাঁকে 'ডিগবাজি কুমার' সম্বোধন করেন। আবারও সেই সম্বোধনকে সত্যি করবেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতীশ কুমার? বৃহস্পতিবার জোট বদলের জল্পনা উসকে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ। এদিন তিনি বলেন, "নীতীশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা।"
চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট। তার আগে বৃহস্পতিবার সকালে লালু মন্তব্য করেন, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দরজা নীতীশের জন্য সব সময় খোলা রয়েছে। যদিও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রকাশ্যে ক্ষুব্ধ হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। পালটা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘‘আপনারা কী বলতে চাইছেন?’’
গত এক দশকে লালুর জনতা দলের সঙ্গে দুবার জোট বাঁধেন নীতীশ। লালুর এদিনের মন্তব্য নিয়ে তেজস্বী যাদবের বক্তব্য, "উনি আর কী বা বলতে পারতেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন আরজেডির বর্ষীয়ান নেতা।" তেজস্বী যোগ করেন, নতুন বছর নীতীশ কুমার-এনডিএ সরকারের পতনের সাক্ষী হবে।
প্রসঙ্গত, বিহারের রাজনীতির দুনিয়ার দুই ব্যক্তিত্ব লালু-নীতীশের ভালো-মন্দের সম্পর্ক বহুকালের। দুজনেই প্রয়াত জয়প্রকাশ নারায়ণের ভাবশিষ্য। সত্তর দশকে ইন্দিরা গান্ধী বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেন দুজনে। জরুরি অবস্থার সময় কারাবন্দিও হন তিনি। পরবর্তীকালে বিহারের রাজনীতির অন্যতম দুই চরিত্র হয়ে ওঠেন। ১৯৯৪ সালে আনুষ্ঠানিক ভাবে সম্পর্কের চিড় ধরে।