বাবুল হক, মালদহ: ভরদুপুরে মালদহের সমবায় ব্যাঙ্কে ডাকাতি। চলল গুলি। দুষ্কৃতীদের রুখতে গিয়ে জখম সমবায় ব্যাঙ্কের ম্যানেজার। তিনি গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। বোমাবাজি করতে করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার দুপুরে একটি বোলেরো গাড়ি সমবায় ব্যাঙ্কের সামনে এসে দাঁড়ায়। ৭-৮ জন দুষ্কৃতী ব্যাঙ্কের সামনে গাড়ি থেকে নামে। তাদের সকলের মুখ কাপড়ে ঢাকা ছিল। প্রায় সকলেরই হাতে ছিল আগ্নেয়াস্ত্র। দুজন ব্যাঙ্কের বাইরে পাহারায় দাঁড়ায়। বাকিরা ভিতরে ঢুকে পড়ে। ব্যাঙ্কের লকারের চাবি নিয়ে হিসাবরক্ষকের সঙ্গে দুষ্কৃতীদের প্রায় ধস্তাধস্তি শুরু হয়। অশান্তির মাঝে এক রাউন্ড গুলি চলে। কেড়ে নেওয়া হয় ব্যাঙ্ক কর্মীদের মোবাইল। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। লকার থেকে টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বেরনোর সময় মুড়ি মুড়কির মতো বোমাবাজি করে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের]
গুলিবিদ্ধ হয়েছেন যোগেশ্বর মণ্ডল। তিনি ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার। বছর পঁয়ত্রিশের যোগেশ্বর শিক্ষক পল্লি এলাকার বাসিন্দা। তাঁর পেটে গুলি লেগেছে। তাঁকে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যাঙ্কের বাইরে সিসি ক্যামেরায় ডাকাত দলের আসাযাওয়া ধরা পড়ে। ওই ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।