shono
Advertisement

হাওয়াইয়ের দাবানলে মৃত অন্তত ৫৩, বিপর্যয় ঘোষণা জো বাইডেনের

আগুন নেভাতে আরও সাতদিন সময় লাগবে, দাবি উদ্ধারকারীদের।
Posted: 11:16 AM Aug 11, 2023Updated: 11:16 AM Aug 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল দাবানলে পুড়ছে হাওয়াই (Hawaii)। মার্কিন দ্বীপের মাউয়িতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৫০ ছাড়িয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে মাউয়ি (Maui) দ্বীপে বিপর্যয় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ইতিমধ্যেই মাউয়িতে মৃতের সংখ্যা ৫৩। তবে উদ্ধারকারীদের মতে, মৃতের সংখ্যা আরও বাড়বে। যদিও দ্বীপের ৮০ শতাংশ এলাকায় আগুন নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে উদ্ধারকারীদের দাবি। হাওয়াইয়ের গভর্নর জানিয়েছেন, এই প্রদেশের ইতিহাসে এত বড় প্রাকৃতিক বিপর্যয় আগে কোনওদিন দেখা যায়নি।

Advertisement

জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে হাওয়াইয়ের মাউয়ি দ্বীপের কাছেই হ্যারিকেন ঝড় আছড়ে পড়ে। তারপরেই হাওয়ার ধাক্কায় লাহাইনা এলাকায় ঝড়ের দাপট শুরু হয়। সেখান থেকেই অগ্নিকাণ্ডের শুরু। হুহু করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে দাবানল। তার জেরেই বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা মাওয়ি দ্বীপ। জানা গিয়েছে, প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন অনেকেই। আপাতত ৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে মৃত্যু মিছিল আরও বাড়বে বলেই উদ্ধারকারীদের আশঙ্কা।

[আরও পড়ুন: বোর্ড গঠনের আগে মামলা নয়, নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ হাই কোর্টের]

হাওয়াইয়ের দাবানলকে ইতিমধ্যেই বিপর্যয় হিসাবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রের তহবিল ব্যবহার করে ত্রাণের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি। তবে স্থানীয়দের মতে, এখনও মাউয়ি দ্বীপের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে। কত মানুষ এখনও ঘরছাড়া, কত বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে-সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারেনি স্থানীয় প্রশাসন।

আগুন নেভাতেও বড়সড় বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আপাতত প্রায় এক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। 

[আরও পড়ুন: ফের রাজ্যের সঙ্গে সংঘাত, এবার স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement