সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ। এবার ১০১টি প্রতিরক্ষা সরঞ্জামের আমদানির উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক। রবিবার সকালে টুইট করে এ কথা জানালেন খোদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তাঁর কথায়, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতেই এই পদক্ষেপ। আগামী পাঁচ-ছয় বছরে দেশিয় সংস্থাগুলিকে প্রায় চার লক্ষ কোটি টাকার বরাত দেওয়া হবে।
করোনা (Corona Virus) মহামারীর আবহে দেশকে আত্মনির্ভর করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যার মূল কথা, বিদেশি পণ্যের আমদানি কমিয়ে দেশিয় উৎপাদনে জোর দেওয়া। সেই স্বপ্ন সফল করতেই এবার যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক (MoD)। এ দিন এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, “আত্মনির্ভরতার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রকের তরফে ১০১টি পণ্যের তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলি নির্দিষ্ট সময়ের পর আর আমদানি করা যাবে। দেশিয় উৎপাদন বাড়াতেই এই সিদ্ধান্ত।”
[আরও পড়ুন : ছেলেকে উলটো করে বেঁধে বেধড়ক মার, ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার বাবা]
এদিন রাজনাথ সিং আরও একবার প্রধানমন্ত্রীর আত্মনির্ভর দেশ গড়ার স্বপ্নের কথা মনে করিয়ে দেন। তাঁর কথায়, দেশকে আত্মনির্ভর করতে চাইছে কেন্দ্র। এই আত্মনির্ভরতার মূল পাঁচটি স্তম্ভ। যার মধ্যে অন্যতম প্রতিরক্ষা। তাই দফায়-দফায় আলাপ-আলোচনার পরই এই পণ্যের তালিকা তৈরি হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী পাঁচ -ছয় বছরে প্রায় চার লক্ষ কোটি টাকার বরাত দেওয়া হবে দেশিয় সংস্থাগুলিকে। নিষিদ্ধ হওয়ার এই তালিকায় শুধুমাত্র অস্ত্রের বিভিন্ন অংশই নেই। রয়েছে উন্নত প্রযুক্তি অত্যাধুনিক অস্ত্রও। যেমন আর্টিলারি বন্দুক, অ্যাসল্ট রাইফেল, ব়্যাডার, এয়ারক্রাফ্ট-সহ একাধিক উন্নতপ্রযুক্তির অস্ত্র রয়েছে। ১০১ টি পণ্যের তালিকাও দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। এর মধ্যে রয়েছে স্নিপার রাইফেল, সেলফ প্রপেলড বন্দুক, আর্টিলারি বন্দু, বুলেট প্রুফ জ্যাকেট, কিছু মিসাইল, হালকা ওজনের হাউৎজারের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম।
[আরও পড়ুন : প্রাতঃভ্রমণে বেরিয়েই অঘটন, উপত্যকায় জঙ্গিদের গুলিতে গুরুতর জখম বিজেপি নেতা]
The post আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ, ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা appeared first on Sangbad Pratidin.