সোমানাথ রায়, নয়াদিল্লি: একটানা ৯ ঘণ্টা জেরার পর সিবিআই (CBI) দপ্তর থেকে বেরোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal। রবিবার সকাল ১১টা নাগাদ গাড়ি করে নিজের বাসভবন থেকে সিবিআই দপ্তরে পৌঁছান কেজরি। সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গত শুক্রবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তলব করেছিল সিবিআই। সেই সূত্রে রবিবারের জেরা। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তলবের পর থেকেই কেজরির গ্রেপ্তারির আশঙ্কা করছিল দল আম আদমি পার্টি (AAP)। এদিন তেমন কিছু না ঘটলেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছে আপ।
রবিবার দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠকেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরি বলেন, ”বিজেপি (BJP) এখন ক্ষমতার নেশায় মগ্ন। ওরা কাউকে কেয়ার করে না। সেটা রাজনীতিবিদ হোক, বিচারকরা হোক বা সংবাদমাধ্যম। বিজেপি চাইলে আজ আমাকে গ্রেপ্তারও করতে পারে সিবিআই। যারা এদের কথা শোনে না, তাদের সবাইকে এরা জেলে পাঠাতে পারে। ওরা নির্দোষদেরও ছাড়ে না।” দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ওরা বলছে আমি নাকি দুর্নীতিগ্রস্ত। আমি ট্যাক্স কমিশনার ছিলাম। দুর্নীতিগ্রস্ত হলে কোটি কোটি টাকা রোজগার করতে পারতাম। কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হলে গোটা বিশ্বে কেউ সৎ নয়।”
[আরও পড়ুন: এবার আকাশপথে জুড়ছে আগরতলা-চট্টগ্রাম, চালু হচ্ছে সরাসরি বিমান পরিষেবা]
এদিকে কেজরি সিবিআই দপ্তরে থাকাকালীন রবিবার বিকেলে আপের তরফে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে ছিলেন দলের জাতীয় সম্পাদক পঙ্কজ গুপ্ত, দিল্লির মেয়র শেলী ওবেরয়, ডেপুটি মেয়র আলে ইকবাল এবং অন্যান্য দলীয় পদাধিকারীরা। বৈঠকে নেতৃত্ব দেন আপের দিল্লির আহ্বায়ক গোপাল রাই। দলের শীর্ষ নেতার গ্রেপ্তারির আশঙ্কাতেই জরুরি বৈঠক ছিল বলে জানা গিয়েছে। যদিও একটানা ৯ ঘণ্টা জেরার পর দিল্লির লোধি রোডের সিবিআই সদর দপ্তর থেকে বেরিয়ে আসেন কেজরি। সিবিআই থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “৫৬ টি প্রশ্ন করা হয়েছে আমাকে। জবাব দিয়েছি। আমার লুকোনোর কিছু নেই।” আরও বলেন, “আম আদমি পার্টিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। গোটা কেসটাই মিথ্যে। সিবিআইয়ের কাছে কোনও প্রমাণ নেই।”
[আরও পড়ুন: আতিক খুনে পাক যোগ! পড়শি দেশ থেকে আসা পিস্তলের বিশেষত্ব চমকে দেওয়ার মতো]
এদিকে আরেক আপ শীর্ষ নেতা রাঘব চাড্ডা হুঙ্কার দিয়েছেন, “আমরা বিজেপিকে বার্তা দিতে চাই যে আমাদের দল দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে তৈরি হয়েছিল। আমরা সিবিআই, ইডিকে ভয় পাই না। আসলে বিজেপি কেজরিওয়াল ফোবিয়াতে ভুগছে। সেই কারণে এমন কাণ্ড করছে।” এদিকে দিল্লি বিধানসভার সচিব রাজ কুমার জানিয়েছেন, বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির অন্যায় ব্যবহার নিয়ে আলোচনা হবে বিধানসভায়।