shono
Advertisement

আয়কর অস্বস্তি কাটাতে আদালতে কংগ্রেস, দ্রুত শুনানির আর্জি মানল দিল্লি হাই কোর্ট

৬৫ কোটি টাকা জরিমানার বিরুদ্ধে আর্জি কংগ্রেসের।
Posted: 02:30 PM Mar 11, 2024Updated: 03:22 PM Mar 11, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: আয়কর সংক্রান্ত মামলায় কংগ্রেসের (Congress) দ্রুত শুনানির দাবি মানল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। লোকসভা ভোটের আগে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত অস্বস্তি কাটাতে মরিয়া রাহুল গান্ধীর দল। আদালতের নির্দেশে আজই মামলার শুনানি।

Advertisement

গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের (Congress) প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ। এর পর গত ২১ ফেব্রুয়ারি কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেন, আয়কর দপ্তর (IT) নিয়ম-বহির্ভূত ভাবে তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসাবে কেটে নিয়েছে। এর প্রথমে বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদন করছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু চূড়ান্ত রায়ে জানায়, কংগ্রেসের যে কর বকেয়া আছে, সেটা দিতেই হবে। এমনকী আরও প্রায় ৭০ কোটি টাকা আয়কর দপ্তরের কাছে বকেয়া হাত শিবিরের। এখন ওই টাকা লোকসভার আগে মেটাতে হলে বিরাট ধাক্কা খাবে কংগ্রেস।

 

[আরও পড়ুন: আচমকা তৃণমূলের পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, লোকসভায় টিকিট না পাওয়ায় সিদ্ধান্ত?]

এই অবস্থায় দিল্লি হাই কোর্টে আয়কর ট্রাইব্যুনালের বিরুদ্ধে মামলা করেছে কংগ্রেস। মামলার দ্রুত শুনানিরও দাবি জানানো হয়েছিল। দলের হয়ে সিনিয়র অ্যাডভোকেট বিবেক টাঙ্কা গোটা বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চের সামনে তুলে ধরেন। তিনি জানান, নির্বাচন মাথার উপরে। এখন টাকা না থাকলে দলটি লড়ব কীভাবে? একথা শোনার পরেই দ্রুত শুনানির নির্দেশ দেয় বিচারপতির বেঞ্চ।

এক দিকে যখন দিল্লি হাই কোর্টে আইনি পদ্ধতি লড়বে কংগ্রেস, অন্যদিকে একাধিক কংগ্রেস নেতা দাবি করেছেন, আয়কর নিয়ে ডামাডোল আসলে মোদি সরকার রাজনৈতিক প্রতিহিংসা। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়াই উদ্দেশ্য।

 

[আরও পড়ুন: দাম্পত্যে ছেদ টেনে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি, বিষ্ণুপুরে সৌমিত্রর বিরুদ্ধে প্রার্থী সুজাতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement