shono
Advertisement

হস্তক্ষেপে নারাজ দিল্লি হাই কোর্ট, বাংলো ছাড়ার মামলায় স্বস্তি পেলেন না মহুয়া

সুপ্রিম কোর্টে মূল মামলা চলায় হস্তক্ষেপে নারাজ দিল্লি হাই কোর্ট।
Posted: 07:56 PM Dec 19, 2023Updated: 07:56 PM Dec 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ পদ হারানোর পরই বাংলো ছাড়ার নোটিস পেয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র (Mohua Moitra)। সেই নির্দেশের পালটা দিল্লি হাই কোর্টে মামলাও করেছিলেন তিনি। কিন্তু এখনই স্বস্তি পাচ্ছেন না মহুয়া। তৃণমূল নেত্রীর সাংসদ পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেকারণে বাংলো মামলায় হস্তক্ষেপ করল না দিল্লি হাই কোর্ট।

Advertisement

দিল্লি হাই কোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ জানালেন, এখনই বাংলো নিয়ে আদালত কোনও নির্দেশ দিলে সেটা সরাসরি সুপ্রিম কোর্টের শুনানির উপর প্রভাব ফেলতে পারে। মহুয়ার উদ্দেশে আদালতের বক্তব্য,”আপনি একটি রিট পিটিশন দায়ের করে কেন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন। আবার অন্য মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। যদি শীর্ষ আদালত সেই মামলায় স্থগিতাদেশ দেয়, তাহলে এই বিষয়টির শুনানি হতে পারে।”

[আরও পড়ুন: মোদি-মমতার বৈঠকের দিন বিধায়কদের নিয়ে শুভেন্দুর কর্মসূচিতে ‘নারাজ’ সুকান্ত! প্রকাশ্যে অন্তর্কলহ]

দিল্লি হাই কোর্টের (Delhi High Court) পর্যবেক্ষণ, মহুয়া নিজের সাংসদ পদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। সেই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি অযৌক্তিক। তাই মামলা আপাতত স্থগিত। এখন সরকারি বাংলো নিয়ে যদি হাই কোর্ট কোনও নির্দেশ দেয়, তবে সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। তাই আপাতত ওই মামলায় স্থগিতাদেশ দেওয়া হল।

[আরও পড়ুন: ‘স্বামী নির্যাতন করলেও সেটা ধর্ষণ’, পর্যবেক্ষণ গুজরাট হাই কোর্টের]

উল্লেখ্য, লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে এথিক্স কমিটির সুপারিশে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mohua Moitra) লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের তরফে আগামী ৭ জানুয়ারির মধ্যে বাংলো ছাড়তে বলা হয়েছে মহুয়াকে। এই নির্দেশের বিরুদ্ধেই উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেত্রী। আবেদন করেছেন, নিদেন পক্ষে আগামী লোকসভা নির্বাচনের ফল প্রকাশ অবধি তাঁকে বর্তমান বাংলোতে থাকতে দেওয়া হোক। কিন্তু সেই মামলায় বিশেষ স্বস্তি পেলেন না বহিষ্কৃত তৃণমূল সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement