সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রান্নার মশলায় মেশানো আছে গোমূত্র ও গোবর। ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে এমনই কিছু ভিডিও। যা নিয়ে এবার দিল্লি হাই কোর্টের রোষের মুখে পড়ল গুগল। দ্রুত এই ভিডিওগুলি ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
দিল্লি উচ্চ আদালত জানিয়েছে, ভিডিওগুলির মাধ্যমে ‘ক্যাচ’-এর মতো মশলা প্রস্তুতকারক সংস্থাকে টার্গেট করা হচ্ছে। সংস্থার ভাবমূর্তি নষ্ট করা এবং অপমান করা হচ্ছে বলেও জানিয়েছে হাই কোর্ট। আর সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব, ভিডিওগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় টেক জায়ান্টকে।
[আরও পড়ুন: ‘জেলটাই উপভোগ করুন’, প্রতারক রিয়েল এস্টেট কর্তাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের]
বিচারপতি সঞ্জীব নারুলা আদালতকে জানান, ইউটিউবের (YouTube) এই ভিডিওগুলিতে ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা অনেক ইউজারই বিশ্বাস করে ফেলছেন। ফলে অনেকেই মনে করছেন হয়তো মশলায় গোমূত্র কিংবা গোবর মিশে থাকছে। যতদিন যাবে, ততই এই ভিডিও বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। আর সেই কারণেই এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা উচিত। ইতিমধ্যেই এ ধরনের ভিডিও আপলোড করার জন্য দুই অভিযুক্তকে আদালতের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা শুনানি এড়িয়ে গিয়েছেন। তবে গুগলের তরফে আদালতকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই এই সংক্রান্ত তিনটি ভিডিও মুছে ফেলা হয়েছে।
উল্লেখ্য, ইউটিউবে অপমানজনক এবং ভুয়ো তথ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই হাই কোর্টের দ্বারস্থ হয় ‘ক্যাচ’। ব্র্য়ান্ডের তরফে এও জানানো হয়, মশলার গুণমান বজায় রাখার যথাসাধ্য চেষ্টা করা হয়। কিন্তু এহেন ভিডিও তাদের ব্যবসায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এরপরই দু’টি ইউটিউব চ্যানেলের উপর ক্ষোভ উগরে দিয়েছে দিল্লি হাই কোর্ট।