shono
Advertisement
Delhi High Court

তামাশায় পরিণত হয়েছে দিল্লি পুরনিগম! ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোপ হাই কোর্টের

পুরনিগমের কমিশনারকে সমন পাঠাল আদালত।
Published By: Kishore GhoshPosted: 02:05 PM Jul 31, 2024Updated: 02:40 PM Jul 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর কোচিং সেন্টারের বেসমেন্টে ৩ IAS পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বুধবার পুরনিগমকে তুলোধোনা করল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। শহরের নিকাশির অব্যবস্থা নিয়ে আদালত মন্তব্য করল, পুরনিগম তামাশায় পরিণত হয়েছে। রাজেন্দ্রনগরের দুর্ঘটনায় জবাবদিহি করতে বৃহস্পতিবার পুরনিগমের কমিশনারকে সমন পাঠাল আদালত।

Advertisement

হাই কোর্টের প্রধান বিচারপতি মনমোহন এদিন নির্দেশ দেন, আগামী শুক্রবারের মধ্যে রাজেন্দ্রনগরের যাবতীয় জবরদখল (বিশেষত নর্দমা আটকানো জবরদখল) মুক্ত করতে হবে। তিনি ইঙ্গিত করেন, বর্তমান মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও দেওয়া হতে পারে। বিচারপতি বলেন, "এটা কি ধরনের পরিকল্পনা? একদিন খরার অভিযোগ করা হচ্ছে, পরদিন বন্যা হচ্ছে? কে অনুমোদন দেয় বাড়ি তৈরির প্ল্যানের? তাকে কি ছাঁটাই করা হয়েছে? তাঁকে নিশ্চয়ই ডাবল প্রমোশন দেওয়া হয়েছে। দিল্লি পুরনিগম একটা তামাশায় পরিণত হয়েছে।"

[আরও পড়ুন: তেহরানে খতম হামাস প্রধান ইসমাইল! পিছনে কি ইজরায়েল? ঘনাচ্ছে রহস্য]

৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দাবি করে দিল্লি হাই কোর্টে মামলা করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শুনানিতে দিল্লির আপ সরকারকেও একহাত নিল আদালতের মন্তব্য, যেখানে 'খয়রাতি সংস্কৃতি' থাকবে, সেখানে এমন দুর্ঘটনার ঘটবেই। দুই বিচারপতির বেঞ্চ বলে, আপনারা খয়রতি সংস্কৃতি চান, নাগরিকদের থেকে কর আদায় করতে রাজি নন। শহরের মধ্যে একটি UPSC কোচিং সেন্টার রমরম করে চলছে, অথচ নিকাশি ব্যবস্থাই নেই, এমন কাণ্ডে হতবাক আদালত। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

 

[আরও পড়ুন: তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দাবি করে দিল্লি হাই কোর্টে মামলা করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
  • মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
Advertisement