shono
Advertisement
Delhi

বাড়ির দেওয়ালে পাকিস্তানের জয়গান! 'পাকপ্রেমী' যুবককে আটক দিল্লি পুলিশের

অভিযুক্তের সঙ্গে পাকিস্তানের কোনও যোগ রয়েছে কিনা তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 08:52 AM Aug 05, 2024Updated: 09:46 AM Aug 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশির সঙ্গে কূটনৈতিক দিক থেকে খুব একটা সদ্ভাব নেই ভারতের, বরং শত্রু হিসেবেই বেশি পরিচিত পাকিস্তান। ভারতের মাটিতে থেকে এহেন শত্রু দেশের সমর্থন যে রাষ্ট্রের চোখে খুব একটা দৃষ্টিনন্দন বিষয় হবে না সেটাই স্বাভাবিক। খোদ রাজধানীর মাটিতে বসে এমনই কাণ্ড ঘটিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হলেন এক ব্যক্তি। অভিযোগ, বাড়ির দেওয়ালে পাকিস্তানের সমর্থনে স্লোগান লেখেন তিনি।

Advertisement

সম্প্রতি এই ঘটনা ঘটেছে দিল্লির রোহিনি এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি অবন্তিকা সি ব্লকের বাসিন্দা। সম্প্রতি নিজের ফ্ল্যাটের দেওয়ালে পাকিস্তানের সমর্থনে স্লোগান লেখেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই কেউ সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়াতে শেয়ার হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তের বাড়ির দেওয়ালে লেখা 'LONG LIVE PAKISTAN'। যার অর্থ, 'পাকিস্তান দীর্ঘজীবী হোক'। এই ঘটনায় পুলিশের কাছেও অভিযোগ জানান স্থানীয়রা। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হলে অভিযুক্তকে গ্রেপ্তারেরও দাবি জানাতে থাকেন নেটিজেনরা।

[আরও পড়ুন: ‘লাভ জেহাদে’র মামলায় দোষীকে যাবজ্জীবন! অসমে আসছে নয়া আইন, জানালেন হিমন্ত]

এর পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তের বাড়িতে এসে তাঁকে আটক করে পুলিশ। যদিও প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নন। নিজের ফ্ল্যাটে একাই থাকেন তিনি। তাঁর সম্পর্কের বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের সঙ্গে পাকিস্তানের কোনও যোগ রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ভাঙল মন্দিরের পাঁচিল! মৃত ৯ শিশু]

পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয়দের থেকে বিষয়টি জানার পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাশাপাশি অভিযুক্তের বাড়ির দেওয়াল থেকে সেই বিতর্কিত পোস্টার মুছে দেওয়া হয়েছে। অভিযুক্তের আত্মীয়স্বজনের খোঁজ শুরু করেছে পুলিশ। যার ওই ব্যক্তির সম্পর্কে আরও বিশদ তথ্য পাওয়া যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ির দেওয়ালে পাকিস্তানের সমর্থনে স্লোগান লিখে গ্রেপ্তার।
  • দিল্লির রোহিনি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের।
  • অভিযুক্তের বাড়ির দেওয়ালে লেখা ছিল 'LONG LIVE PAKISTAN'।
Advertisement