সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দু’দিনের মধ্যেই আদালতে চার্জশিট পেশ করতে হবে। এই পরিস্থিতিতে ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পাঁচটি দেশের কুস্তি ফেডারেশনকে চিঠি দিল দিল্লি পুলিশ (Delhi Police)। কুস্তিগিরদের অভিযোগ অনুযায়ী, পাঁচটি দেশে তাঁদের হেনস্তা করেছিলেন ব্রিজভূষণ। সেই দেশগুলি থেকে সিসিটিভি ফুটেজ চেয়েছে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে বলে কুস্তিগিরদের আশ্বাস দিয়েছিল কেন্দ্র সরকার।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ এপ্রিল এফআইআর দায়ের হয় ব্রিজভূষণের বিরুদ্ধে। তার এক সপ্তাহের মধ্যেই পাঁচ দেশে নোটিস পাঠায় দিল্লি পুলিশ। ইন্দোনেশিয়া, বুলগেরিয়া, কিরঘিজস্তান, মঙ্গোলিয়া ও কাজাখস্তান- এই পাঁচ দেশে নোটিস দেওয়া হয়েছে। এই দেশগুলিতে টুর্নামেন্ট খেলতে গিয়েই হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ ছিল কুস্তিগিরদের। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ তাঁদের নোটিসের জবাব দিয়েছে।
[আরও পড়ুন: আধিকারিকদের শৌচালয়ে ঢুকিয়ে ব্যাংক ডাকাতি, সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে গেল দু্ষ্কৃতীরা]
আরও জানা গিয়েছে, কুস্তিগিরদের হেনস্তা মামলায় ইতিমধ্যেই ২০০ জনের বয়ান রেকর্ড করেছে দিল্লি পুলিশ। অভিযোগকারী থেকে শুরু করে কোচ, রেফারি, কুস্তি ফেডারেশনের কর্তা- সেই তালিকায় রয়েছেন সকলেই। পুলিশের কাছে হেনস্তার অডিও এবং ভিডিও প্রমাণ জমা দিয়েছেন অভিযোগকারী চার কুস্তিগির। প্রসঙ্গত, একাধিকবার যৌন হেনস্তার প্রমাণ চাওয়া হয়েছিল প্রতিবাদী কুস্তিগিরদের কাছে।
অন্যদিকে, তদন্ত চলাকালীনই কুস্তি ফেডারেশনে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। যৌন হেনস্তার অভিযোগে জোড়া এফআইআর দায়ের হয়েছে ফেডারেশনের বর্তমান সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তা সত্ত্বেও তাঁকে পদ থেকে সরানো হয়নি। প্রায় ১২ বছর ধরে এই পদে রয়েছেন তিনি। তাঁর ছেলেও ফেডারেশনের অন্যতম সদস্য। এহেন পরিস্থিতিতে ফেডারেশন প্রেসিডেন্ট হিসাবে কোনও মহিলাকে চাইছেন কুস্তিগিররা। সেক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা যেমন এড়ানো সম্ভব, তেমনই যাবতীয় সমস্যা আরও ভালভাবে ব্যক্ত করতে পারবেন তাঁরা।