shono
Advertisement
Delhi

টানা বৃষ্টিতে জল থই থই রাজধানী, পুরসভাকে দুষে কোলে চড়ে বসলেন সপা সাংসদ

রাত আড়াইটে থেকে ভোর সাড়ে ৫টা, টানা ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে।
Published By: Amit Kumar DasPosted: 06:20 PM Jun 28, 2024Updated: 06:20 PM Jun 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাকে অভ্যর্থনা জানতে সর্বদা বিছানো থাকে রেড কার্পেট, জলে কাদায় তাঁর পা পড়বে কেন? তবে দুর্ভাগ্য, সর্বদা সর্বত্র তো আর রেড কার্পেট বিছানো থাকে না। চরম বিপাকে পড়ে জনতার 'উদ্ধারকর্তা' চড়ে বসলেন জনতারই কোলে। প্রবল বৃষ্টিতে হাঁটু জলে ডুবেছে কার্যত গোটা দিল্লি। এই অবস্থায় রাজধানীর জমা জলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দাবি জুতো ও পাজামা বাঁচিয়ে জনতার কোলে চেপে গাড়িতে উঠলেন সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব। সেই ঘটনার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisement

রাত আড়াইটে থেকে ভোর সাড়ে ৫টা, দিল্লিতে এক টানা ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরে পুড়তে থাকা রাজধানী এই বৃষ্টিতে স্বস্তি পেলেও বিপাকে পড়েছেন ভিভিআইপিরা। কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে কার্যত গোটা দিল্লি। এই অবস্থায় শুক্রবার সকালে সংসদে আসতে গিয়ে বিপাকে পড়েন রামগোপাল। এই সংক্রান্ত এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, বাড়ি থেকে পাঁজাকোলা করে নিয়ে বের করে আনা হচ্ছে রামগোপালকে। জল থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে সাংসদকে গাড়িতে তুলে দিচ্ছেন তাঁর সমর্থকরা।

[আরও পড়ুন: মাঝ আকাশে সুখটান! বিমানের মধ্যেই সিগারেটে দম দিয়ে হাজতে যাত্রী]

এর পর গাড়ির মধ্যে বসেই দিল্লি পুরসভাকে কার্যত তুলোধনা করেন রামগোপাল। একইসঙ্গে দুঃখের সুরে তিনি বলেন, "আমার বাংলো প্লাবিত হয়ে গিয়েছে। দু’দিন আগেই সাজানো হয়েছিল বাংলো। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল।" এর পর দিল্লি পুরনিগমকে একহাত নিয়ে এসপি সাংসদ বলেন, "ভোর ৪টে থেকে পুরনিগমের কর্মীদের ফোন করেছি বাংলোর সামনে থেকে পাম্পিং করে জল সরানোর জন্য। তবে এখনও তাঁদের কোনও পাত্তা নেই।"

[আরও পড়ুন: পঞ্চম শ্রেণির বালিকাকে গণধর্ষণের পর নৃশংস হত্যা, দিল্লিতে গ্রেপ্তার ২]

তবে শুধু রামগোপাল নন, দিল্লির বৃষ্টিতে বিপাকে লোধি এস্টেটের অন্যান্য ভিভিআইপিরাও। বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব, কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার, নীতি আয়োগের সদস্য বিনোদ কুমার পালের বাসভবনও জলমগ্ন হয়ে পড়েছে বলে বেশ কয়েকটি সাংবাদমাধ্যম সূত্রে খবর। এমনকি দিল্লির জলমন্ত্রী অতিশীর বাসভবনও জলমগ্নও হয়ে পড়ে। জল জমে যাওয়ায় সোশাল মিডিয়ায় বার্তা দেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি লেখেন, 'ঘুম থেকে উঠেই দেখি আমার বাসভবনে এক ফুটসমান জল জমে গিয়েছে। বৃষ্টির জলে কার্পেট, কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে।' ভিভিআইপিদের পাশাপাশি একদিনের বৃষ্টিতে জল যন্ত্রণায় নাকাল দিল্লিবাসী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা বৃষ্টিতে জলে ডুবেছে রাজধানী দিল্লি।
  • জুতো বাঁচাতে জনতার কোলে চেপে গাড়িতে উঠে সংসদের পথে সপা সাংসদ।
  • জল জমার জন্য দিল্লি পুরসভাকে দুষলেন সাংসদ রামগোপাল যাদব।
Advertisement