shono
Advertisement

যুদ্ধের মধ্যেই রাশিয়ায় হু হু বিকোচ্ছে কন্ডোম! কেন হঠাৎ বাড়ছে চাহিদা?

ইউক্রেনে রুশ হামলার আবহে আচমকাই এই পরিস্থিতি।
Posted: 03:02 PM Mar 22, 2022Updated: 10:08 PM Mar 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে ইউক্রেনের (Ukraine) সঙ্গে রাশিয়ার (Russia) যুদ্ধের প্রায় এক মাস হতে চলল। এখনও যুদ্ধ (Russia-Ukraine War) থামার নাম নেই। এদিকে হামলার কারণে রাশিয়ার উপরে আরোপিত হয়েছে অসংখ্য নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে আচমকাই পুতিনের দেশে হু হু করে বিকোচ্ছে কন্ডোম (Condom)! গত ২ সপ্তাহে বিক্রি বেড়েছে ১৭০ শতাংশ! এমনই দাবি সেদেশের সবচেয়ে বড় কন্ডোম নির্মাতা সংস্থা ‘ওয়াইল্ডবেরিসে’র।

Advertisement

কিন্তু কেন? বিশেষজ্ঞদের মতে, রুশ জনতার মনে হয়েছে, নিষেধাজ্ঞার ধাক্কায় রাতারাতি দাম বাড়তে পারে কন্ডোমের। দেশে দেখা দিতে পারে কন্ডোমের ঘাটতিও। সেই কারণেই কন্ডোম আগাম কিনে নিতে চাইছেন সবাই। সেদেশের সবচেয়ে বড় কন্ডোম নির্মাতা সংস্থা ‘ওয়াইল্ডবেরিসে’র দাবি, গত ২ সপ্তাহে তাদের কন্ডোমের বিক্রি বেড়েছে ১৭০ শতাংশ! দেশের মুখ্য ফার্মেসি চেনগুলির দাবি, তাদের বিক্রি বেড়েছে ২৬ শতাংশ। গত বছরের সঙ্গে তুলনা করলে, এবছর সব মিলিয়ে ৩২ শতাংশ বেড়েছে কন্ডোমের চাহিদা। রাশিয়ান সুপার মার্কেট গুলিতে কন্ডোমের বিক্রি বেড়েছে ৩০ শতাংশ।

[আরও পড়ুন: শুক্রবারই প্রধানমন্ত্রী পদ ছাড়তে পারেন ইমরান, ফের ফিরছে সেনা শাসন?]

কিন্তু এই ঊর্ধ্বমুখী চাহিদার কি আদৌ যুক্তিযুক্ত? ব্রিটেনের কন্ডোম নির্মাতা সংস্থা ডিউরেক্স ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা করেছে। কিন্তু তারা ব্যবসা বন্ধ করেনি। একই ভাবে দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড ও ভারতও বন্ধ করেনি কন্ডোমের রপ্তানি। তবে কন্ডোমের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। বিভিন্ন ব্র্যান্ডের কন্ডোমের দাম ৫০ শতাংশ বেড়েছে বলেই জানা গিয়েছে। আরও দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে তাই অনেকেই চাইছেন দাম ফের বাড়ার আগে কন্ডোম কিনে রাখতে। তার ফলেই সামগ্রিক ভাবেই এই চাহিদা বৃদ্ধি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। এই পরিস্থিতিতে কার্যত একাই লড়ছে ইউক্রেন।

[আরও পড়ুন: মানবিক বেকহ্যাম, ইউক্রেনবাসীর সাহায্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘দান’ করলেন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement