সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশার জেরে ফের বিপর্যস্ত গোটা দেশের রেল ও বিমান পরিষেবা৷ রাজধানী দিল্লি থেকে কলকাতা, সর্বত্র ছবিটা একই৷ শীতের শুরুতেই কুয়াশার চাদরে ঢাকছে দেশ৷ ফলে প্রায় প্রতিদিন দেরিতে চলছে দূরপাল্লার বহু ট্রেন৷ ব্যাহত হচ্ছে বিমান পরিষেবাও৷
বুধবার ফের দিল্লিতে ভোগান্তির শিকার আম আদমি৷ রাজধানী-শতাব্দী-সহ মোট ৮১টি ট্রেন দেরিতে চলছে বলে রেল সূত্রে খবর৷ পাশাপাশি বদলানো হয়েছে ২১টি ট্রেনের সময়সীমা৷ কুয়াশায় পথ ঘাট দেখা না যাওয়ায় ৩টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে৷ বিরক্ত বিমানযাত্রীরাও৷ দিল্লি থেকে ৮টি আন্তর্জাতিক এবং পাঁচটি আন্তর্দেশীয় বিমান দেরিতে চলছে৷ অন্য আকাশপথ দিয়ে চালানো হচ্ছে তিনটি বিমান৷ তবে কুয়াশার জন্য যাতে কোনও বিমান বাতিল করতে না হয়, তার জন্য শীতকালে বিশেষ ব্যবস্থা নিচ্ছে দিল্লি বিমানবন্দর৷
রাজধানীর মতোই শহর কলকাতার ছবিটাও একইরকম৷ ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে শিয়ালদা-দিল্লি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস৷ লোকাল ও দুরপাল্লা-সহ হাওড়া থেকে একাধিক ট্রেন দেরিতে চলেছে৷ চলবে না জয়নগর-নয়াদিল্লি এক্সপ্রেসও৷ এছাড়া এদিন নয়াদিল্লি-রোহতক নয়াদিল্লি এক্সপ্রেস, যোধপুর-বারাণসী মরুধর এক্সপ্রেসও বাতিল বলে ঘোষণা করা হয়েছে৷ ২৪টিরও বেশি ট্রেন বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে বলে উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে৷
The post ঘন কুয়াশায় বিপর্যস্ত দেশের রেল পরিষেবা appeared first on Sangbad Pratidin.