shono
Advertisement
PM Modi Nomination

রাজনৈতিক নেতা নয়, মোদির প্রস্তাবক পণ্ডিত, পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি, নির্বাচনী কৌশল?

শাহ-যোগীরা হাজির থাকলেও মনোনয়নে মোদির নাম প্রস্তাব করলেন অনামীরা।
Published By: Anwesha AdhikaryPosted: 04:48 PM May 14, 2024Updated: 06:07 PM May 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর মনোনয়ন। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মনোনয়ন জমা দিচ্ছেন দেশের প্রধান। সেখানে হাজির জাতীয় রাজনীতির তাবড় ব্যক্তিত্বরা। কিন্তু সাংসদ পদে প্রধানমন্ত্রীর প্রস্তাবকের তালিকায় তাঁদের কারোওর জায়গা হল না। বরং দলিত এবং ওবিসি নেতাদের প্রস্তাবেই মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

মঙ্গলবার মোদির (PM Modi) মনোনয়ন ঘিরে কার্যত উৎসবের মেজাজ ধরা পড়েছিল বারাণসীতে। এদিন সকালে দশাশ্বমেধ ঘাটে পুজো দেন প্রধানমন্ত্রী। তার পরে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন। কাল ভৈরবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন পেশ করেন। সবমিলিয়ে ২৫ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন দেন মোদি।

[আরও পড়ুন: ‘যোগের জন্য যা করেছেন ভালো, কিন্তু…’, রামদেবকে বলল সুপ্রিম কোর্ট

তবে মনোনয়নের দিন নজর কেড়েছে সাংসদ পদে মোদির নাম প্রস্তাবকদের তালিকা। এদিন অমিত শাহ, যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতা উপস্থিত থাকা সত্ত্বেও একেবারে অনামীদের দিয়েই নিজের নাম প্রস্তাব করান মোদি। মনোনয়ন পেশের সময় সর্বক্ষণ প্রধানমন্ত্রীর পাশে দেখা গিয়েছে পণ্ডিত গণেশ্বর শাস্ত্রীকে। অযোধ্যার রামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার শুভক্ষণ নির্ধারণ করেছিলেন তিনি। এবার মোদির মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন এই পণ্ডিত।

বাকি তিন প্রস্তাবকরা সকলেই ওবিসি এবং দলিত সম্প্রদায়ভুক্ত। বিজেপির ওবিসি নেতা বৈজনাথ প্যাটেল এবং লালচাঁদ কুশওয়াহা এদিন সই করেছেন মোদির মনোনয়নপত্রে। প্রধানমন্ত্রীর প্রস্তাবক হিসাবে ছিল দলিত নেতা সঞ্জয় সোনকরের নাম। বিশ্লেষকদের মতে, ভোটের (Lok Sabha 2024) প্রচারে বারবার বিজেপিকে সংরক্ষণের বিরোধী হিসাবে তুলে ধরা হচ্ছে। এমনকি অমিত শাহের ভুয়ো ভিডিও বানিয়েও বিরোধীরা প্রচার করেছে, ক্ষমতায় এলে সংরক্ষণ প্রথা তুলে দেবে বিজেপি। সেই 'অপপ্রচারের' পালটা দিতেই কি ওবিসি-দলিতদের নিজের মনোনয়নে শামিল করলেন মোদি? যদিও মনোনয়নের প্রস্তাবক হিসাবে কোনও নারীকে দেখা যায়নি। ছিল না মুসলিম মুখও। 

[আরও পড়ুন: ৬ বছরের জন্য মোদির ভোটে দাঁড়ানো নিষিদ্ধ হোক, শীর্ষ আদালতে মামলা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন সকালে দশাশ্বমেধ ঘাটে পুজো দেন প্রধানমন্ত্রী। তার পরে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন।
  • অমিত শাহ, যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতা উপস্থিত থাকা সত্ত্বেও একেবারে অনামীদের দিয়েই নিজের নাম প্রস্তাব করান মোদি।
  • যদিও মনোনয়নের প্রস্তাবক হিসাবে কোনও নারীকে দেখা যায়নি। ছিল না মুসলিম মুখও। 
Advertisement