shono
Advertisement

Breaking News

Tirupati laddu

পশুর চর্বির পর এবার প্রসাদে তামাক! ফের বিতর্কে তিরুপতি মন্দির

প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত ঘিতে পশুর চর্বির মেলার অভিযোগের মাঝে ফের নয়া বিতর্কে তিরুপতি মন্দির। ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদে এবার তামাকজাত দ্রব্য পাওয়ার অভিযোগ তুললেন এক ভক্ত।
Published By: Amit Kumar DasPosted: 01:37 PM Sep 24, 2024Updated: 01:54 PM Sep 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত ঘিতে পশুর চর্বির মেলার অভিযোগের মাঝে ফের নয়া বিতর্কে তিরুপতি মন্দির। ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদে এবার তামাকজাত দ্রব্য পাওয়ার অভিযোগ তুললেন এক ভক্ত। গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রসাদের মধ্যে রয়েছে তামাকজাত দ্রব্য ও সিগারেটের মোড়ক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিতর্ক চরম আকার নিয়েছে।

Advertisement

তিরুপতি মন্দিরের প্রসাদে তামাকজাত দ্রব্য পাওয়ার অভিযোগ তুলেছেন অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার বাসিন্দা দোনাথু পদ্মাবতী। সোশাল মিডিয়ায় গোটা ঘটনার ভিডিও তুলে ধরে তাঁর দাবি, গত ১৯ সেপ্টেম্বর তিরুপতি মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ির সকলের জন্য প্রসাদ নিয়ে আসেন। বাড়ি ফিরে প্রসাদের প্যাকেট খুলতেই বিষয়টি নজরে আসে তাঁর। তিনি বলেন, 'বাড়ির সদস্যদের প্রসাদী লাড্ডু দেওয়ার সময় দেখতে পাই প্রসাদের সঙ্গে মিশে রয়েছে একটি তামাকজাত দ্রব্যের প্যাকেট। এই ঘটনা সত্যি আতঙ্কের। তিরুপতির মতো মন্দির যেখান লক্ষ লক্ষ মানুষের আস্থা জড়িয়ে, সেখানকার প্রসাদে এই ধরনের ঘটনা হৃদয়বিদারক।

এই ঘটনায় বিতর্ক চরম আকার নিতেই মুখ খুলেছে মন্দির কর্তৃপক্ষ তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)। যে ভিডিও সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তা মিথ্যা। অযথা বিষয়টিকে নিয়ে শোরগোল তোলার চেষ্টা হচ্ছে। তিরুমালার লাড্ডু পটুতে প্রসাদের জন্য এই লাড্ডু তৈরি করা হয়। শ্রী বৈষ্ণব ব্রাহ্মণদের দ্বারা অত্যন্ত ভক্তি সহকারে এই লাড্ডু প্রস্তুত করা হয়। লাড্ডু তৈরি সময় কঠোর বিধি নিষেধ পালন করা হয়। এবং যেখানে এই প্রক্রিয়া চলে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। সেখানে এই ধরনের অভিযোগ তোলার কোনও ভিত্তি নেই। সোশাল মিডিয়ায় পরিকল্পিতভাবে এগুলি ছড়ানো হচ্ছে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, সম্প্রতি অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু দাবি করেন, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হত। ব্যবহার করা হত মাছের তেল। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু। এহেন অভিযোগের পরই শোরগোল পড়ে যায়। পরে ল্যাবরেটারিতে পরীক্ষা করে দেখা যায়, সত্যিই তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত হচ্ছে গরুর চর্বি, মাছের তেল। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন সনাতনীরা। এই ঘটনার তদন্তের পাশাপাশি শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এরই মাঝে নয়া অভিযোগে ফের শিরোনামে তিরুপতির লাড্ডু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদে এবার তামাকজাত দ্রব্য পাওয়ার অভিযোগ তুললেন এক ভক্ত।
  • ভিডিওতে দেখা যাচ্ছে, প্রসাদের মধ্যে রয়েছে তামাকজাত দ্রব্য ও সিগারেটের মোড়ক।
  • অভিযোগ অস্বীকার মন্দির কর্তৃপক্ষের।
Advertisement