shono
Advertisement

বিমান উড়িয়েছে অদক্ষ পাইলট ও কর্মী! জরিমানা এয়ার ইন্ডিয়াকে

এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশনসকে ৬ লক্ষ টাকা এবং ডিরেক্টর ট্রেনিং-কে ৩ লক্ষ টাকা আলাদা করে জরিমানা করা হয়েছে।
Published By: Paramita PaulPosted: 04:16 PM Aug 24, 2024Updated: 04:16 PM Aug 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান পরিষেবায় কেন অযোগ্য কর্মীরা, এই প্রশ্নকে সামনে রেখে জরিমানার মুখে পড়তে হল টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে। ৯০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ। এছাড়া এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশনসকে ৬ লক্ষ টাকা এবং ডিরেক্টর ট্রেনিং-কে ৩ লক্ষ টাকা আলাদা করে জরিমানা করা হয়েছে।

Advertisement

ডিজিসিএ জানিয়েছে, গত ১০ জুলাই একটি রিপোর্ট হাতে আসে তাদের। সেই রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। ওই তদন্তে জানা গিয়েছে, বিমান সংস্থার বিভিন্ন পদাধিকারী এবং কর্মী বহুবার নিয়ম লঙ্ঘন করেছেন। যা নিরাপত্তা বিঘ্নিত করার শামিল। কিন্তু কেন এই মোটা অঙ্কের জরিমানা? ডিজিসিএ জানাচ্ছে, এয়ার ইন্ডিয়া মুম্বই থেকে রিয়াধ রুটের একটি বিমানকে অদক্ষ পাইলট দিয়ে উড়িয়েছে।

[আরও পড়ুন: কেন মিছিলে পড়ুয়ারা? হাওড়ার ৩ স্কুলকে শোকজ জেলা স্কুল পরিদর্শকের]

আর এই খবর ছড়াতেই এই রুটের যাত্রীদের ঘুম উড়েছে। বিমানের যাত্রীরা বিশ্বাসই করতে পারছেন না, এমনও হতে পারে। বিমান ওড়ার জন্য যে উড়ান কর্মীদের বিমানে থাকার কথা, তার একটি নিয়ম আছে। সে নিয়ম লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া। একজন ট্রেনিং ক্যাপ্টেনের সাহচর্যে এক ট্রেনি পাইলটের থাকার কথা। কিন্তু রিয়াধে অবতরণের পর দেখা যায় ট্রেনিং ক্যাপ্টেন ছিলেনই না বিমানে। এক বিবৃতি জারি করে ডিজিসিএ জানিয়েছে, যে পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভবিষ‌্যতে তাঁকে এই ধরনের কাজ থেকে বিরত থাকেন, সে জন্য তাঁকে সতর্কও করা হয়েছে।

[আরও পড়ুন: আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় CBI-কে নথি হস্তান্তর সিটের, সামনে আসবে কোন তথ্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিমান পরিষেবায় কেন অযোগ্য কর্মীরা, এই প্রশ্নকে সামনে রেখে জরিমানার মুখে পড়তে হল টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে।
  • ৯০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ।
  • এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশনসকে ৬ লক্ষ টাকা এবং ডিরেক্টর ট্রেনিং-কে ৩ লক্ষ টাকা আলাদা করে জরিমানা করা হয়েছে।
Advertisement