shono
Advertisement

‘নির্যাতন বৃদ্ধির জন্য দায়ী মহিলাদের জীবনযাপন’, বিতর্কিত মন্তব্য শীর্ষ পুলিশকর্তার

পুলিশ আধিকারিক কীভাবে এমন মন্তব্য করেন সেই প্রশ্ন তুলেছেন নারীবাদীরা৷ The post ‘নির্যাতন বৃদ্ধির জন্য দায়ী মহিলাদের জীবনযাপন’, বিতর্কিত মন্তব্য শীর্ষ পুলিশকর্তার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:47 PM Jul 07, 2019Updated: 12:47 PM Jul 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে ততই সমাজব্যবস্থার উন্নতি হচ্ছে৷ লিঙ্গবৈষম্যের অন্ধকারও প্রায় মুছে গিয়েছে৷ ছেলেদের মতোই জীবনযুদ্ধে এগিয়ে চলেছে মেয়েরা৷ আর তাই নাকি ধর্ষণ, অপহরণের মতো অপরাধমূলক কার্যকলাপ বাড়ছে৷ এমনই বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের ডিজিপি ভি কে সিং৷ একজন পুলিশ আধিকারিক কীভাবে নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়৷

Advertisement

[ আরও পডু়ন: তান্ত্রিকের প্ররোচনায় উলঙ্গ হয়ে যজ্ঞ শিক্ষকের, শিশু বলি রুখতে গুলি চালাল পুলিশ]

জুন মাস থেকে সংবাদ শিরোনামে রয়েছে মধ্যপ্রদেশ৷ সম্প্রতি আট বছরের একটি শিশুকে ধর্ষণ করে খুনের মতো ভয়ংকর ঘটনা ঘটে ওই রাজ্যে৷ নাবালিকাটি বাড়ি থেকে দোকানে যাবে বলে বেরিয়েছিল৷ বহুক্ষণ সময় পেরিয়ে গেলেও, বাড়িতে ফেরেনি সে৷ পরিবারের তরফে খোঁজখবর শুরু হয়৷ কিন্তু তাতেও খুঁজে পাওয়া যায়নি নাবালিকাকে৷ পুলিশে যোগাযোগ করেন নাবালিকার পরিজনেরা৷ পরেরদিন ভোপালের কমলানগরে একটি নর্দমা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়৷ নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর পুলিশ জানায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে৷ এখনও পর্যন্ত ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউই৷ স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

[ আরও পড়ুন: গায়ে উত্তরীয় পরায় ট্রেনে উঠতে বাধা ৮২ বছরের বৃদ্ধকে, কাঠগড়ায় রেল]

নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার তদন্তভার নিয়েছেন মধ্যপ্রদেশের ডিজিপি ভি কে সিং৷ তদন্তে নেমে পুলিশ আধিকারিকের দাবি, ‘‘আজকের সমাজে মহিলাদের জীবনযাত্রা বদলে গিয়েছে৷ স্বাধীনতা বেড়েছে৷ বর্তমানে ভারতীয় দণ্ডবিধি ৩৬৩ ধারা নতুন রূপ পেয়েছে৷ বাড়ি ছেড়ে স্বেচ্ছায় কোনও মেয়ে চলে গেলেও, তাকে অপহরণ হিসাবে দেখানো হচ্ছে৷’’ এই মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন ওই আধিকারিক৷ মাসখানেক কেটে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করে কীভাবে একথা বলতে পারেন ডিজিপি, সেই প্রশ্ন তুলেছে নারীবাদী সংগঠনগুলি৷ যদিও পালটা এ প্রসঙ্গে পুলিশ আধিকারিকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

The post ‘নির্যাতন বৃদ্ধির জন্য দায়ী মহিলাদের জীবনযাপন’, বিতর্কিত মন্তব্য শীর্ষ পুলিশকর্তার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement