সুকুমার সরকার, ঢাকা: ঢাকা থেকে ১৬ কিলোমিটার দূরে টঙ্গী বিসিক শিল্পনগরীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েলসের কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩। সোমবার অগ্নিকাণ্ডের ৫৬ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয় চারজনের মৃতদেহ।
কারখানার ভেতরে আরও মৃতদেহ থাকতে পারে বলে মনে করছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা। কারখানার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সোমবার সকাল থেকে দমকল কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।
শনিবার ভোর ৬ টার দিকে টাম্পাকোয় বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় কারখানার সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলে ও পরে হাসপাতালে ১১ জন নিহত হন।
The post বয়লার বিস্ফোরণে ঢাকায় মৃত বেড়ে ৩৩ appeared first on Sangbad Pratidin.