shono
Advertisement

ধোনির চেন্নাইয়ের জন্য গান গাইলেন ঢিনচ্যাক পূজা, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

ভিডিওটি মিস করবেন না। The post ধোনির চেন্নাইয়ের জন্য গান গাইলেন ঢিনচ্যাক পূজা, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:25 PM May 11, 2018Updated: 03:40 PM May 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ‘বেসুরো’ গানের তালে নেটদুনিয়া মাতিয়ে তুলেছিলেন ঢিনচ্যাক পূজা। ‘সেলফি ম্যায়নে লেলি আজ’ গান গেয়ে পাশের বাড়ির মেয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। সুর-তাল-ছন্দ তো সব গায়ক-গায়িকারই থাকে। কিন্তু সেসব না থেকেও যে সফল গায়িকা হওয়া যায়, সেটাই শিখিয়ে দিয়েছেন ঢিনচ্যাক পূজা। এ প্রতিভাই বা কম কী! সেই ‘বিখ্যাত’ গায়িকা আবার ফিরেছেন তাঁর ফ্যানদের মন কাড়তে। এবার উপলক্ষ আইপিএলকে জমিয়ে দেওয়া।

Advertisement

[অবিশ্বাস্য সেঞ্চুরি করেও কোটলায় ট্র্যাজিক নায়ক ঋষভ]

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সমর্থক ঢিনচ্যাক পূজা। তাই মহেন্দ্র সিং ধোনির দলের জন্যই ব়্যাপ করলেন গায়িকা। গানের নাম সিএসকে উইল উইন (চেন্নাই সুপার কিংসই জিতবে)। ইউটিউবে সে গানের ভিডিও আপলোড হতেই ফের ঢিনচ্যাক পূজাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। এবারের গানেও তাঁর প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে আগের মতোই। মিউজিক বাজছে নিজের মতো এবং তিনি আপন তালে ব়্যাপ করে চলেছেন। মন খারাপ থাকলে এ ভিডিও মিস করবেন না। মুখে হাসি ফুটবেই। শুধু গান শুনেই নয়, ভিডিওটি দেখেও। কারণ ভিডিওতে আস্ত একটি সিংহের পাশে বসে থাকতে দেখা গিয়েছে পূজাকে। সিএসকে ফ্র্যাঞ্চাইজির লোগোতে যে পশুরাজকে দেখা যায়, এটি তারই প্রতীকী। অনেকে অবশ্য ভিডিওটি দেখে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কর্কষ শব্দেই গায়িকার নিন্দা করেছেন। কিন্তু তাতে কী? এই ‘প্রতিভা’র জন্যই তো সেলিব্রিটি রিয়ালিটি শো ‘বিগ বস’ হাউস থেকেও ঘুরে এসেছেন ঢিনচ্যাক পূজা। তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ধোনিদের উৎসাহ দিতে গানটি গেয়েছেন তিনি। তবে ধোনিরা এই গান শুনে উৎসাহ পাবেন নাকি কানে আঙুল দেবেন, তা জানা নেই। এক চেন্নাই ভক্ত মজা করে লিখেছেন, “এই ভিডিওটি দেখলে ধোনি আইপিএল থেকেও অবসর নিয়ে নেবেন।”

আপাতত ১০ ম্যাচে সাতটি জিতে লিগ তালিকার দুই নম্বরে রয়েছে ধোনির দল। দু’বছর নির্বাসন কাটিয়ে ফেরা দলকে ধোনি তৃতীয়বার ট্রফি জেতাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

[ধোনির জীবনে প্রথম পছন্দের মহিলা কে? উত্তর দিলেন ক্যাপ্টেন কুল]

The post ধোনির চেন্নাইয়ের জন্য গান গাইলেন ঢিনচ্যাক পূজা, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement