শান্তনু কর, জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনে (Dhupguri Byelection) প্রার্থীর হয়ে চা বাগানে প্রচারে গিয়ে কার্যত ঘেরাও হলেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি (Jyotsna Mandi)। শুক্রবার মন্ত্রীকে কাছে পেয়ে চা বাগানের শ্রমিকরা রেশন নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনান। রেশনে আসা খাদ্য সামগ্রী নিম্নমানের, খাওয়ার উপযুক্ত নয়, এমনই সব অভিযোগ মন্ত্রীর সামনে তুলে ধরেন তাঁরা।
চা বলয়ের বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় নেতৃত্বের কাছে রেশনের (Ration) মান নিয়ে অভিযোগ জানালেও তাঁরা কেউ এই বিষয়ে কোনও উদ্যোগ নেন না। এইসব শুনে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি জানান, চা বাগান এলাকায় রেশনের সমস্যার কথা তাঁর জানা নেই। তিনি বিষয়টি লিখে নেন। জানান, ”আমি বিষয়টি খতিয়ে দেখব।” মন্ত্রীর কাছে সমস্যার কথা জানাতে পেরে খুশি বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানের শ্রমিকরা।
[আরও পড়ুন: ‘উনি অতি বিজেপি, সুপ্ত বাসনা রাজ্যপাল হওয়া’, বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা অনুপমের]
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল (TMC) প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রচারে বৃহস্পতিবার মোগলকাটা চা বগানে গিয়েছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি। বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। সেসময়ই তাঁর কাছে সমস্ত অভিযোগ জানান। তাঁর সঙ্গে ছিলেন বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং, জেলা পরিষদের সদস্য বিমল মাহালি-সহ ব্লক নেতৃত্ব। এদিন মন্ত্রী চা বাগান এলাকায় ঘুরে ভোট প্রচার করেন।
[আরও পড়ুন: কাজ শুরু দেশের প্রথম ‘স্বদেশী’ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের, শুভেচ্ছা মোদির]
এদিনই ধূপগুড়ি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের হয়ে বড়সড় প্রচারে নামবেন অধীর চৌধুরী, মহম্মদ সেলিমরা। আর শনিবার শেষবেলার প্রচারে ঝাঁপাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন।