সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একাধিকবার নিজের বাক্যবাণে বিঁধেছেন কঙ্গনা রানাউত। এই ধারা 'এমার্জেন্সি' সিনেমার প্রচারেও বজায় রইল। এক টেলিভিশন শোয়ে গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই রাহুল গান্ধীর বোধ নিয়ে প্রশ্ন তুলে বসলেন তিনি।
শোয়ের একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে 'এমার্জেন্সি' সিনেমা নিয়ে কঙ্গনাকে কথা বলতে দেখা যাচ্ছে। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। রাহুল গান্ধীর কি তাঁর এই ছবি পছন্দ হবে? প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। প্রশ্ন শুনেই অর্থবহ হাসি দেখা যায় কঙ্গনার মুখে। এর পরই অভিনেত্রী বলেন, "এবার যদি তিনি বাড়ি গিয়ে টম অ্যান্ড জেরি দেখতে পছন্দ করেন তাহলে আর কেমন করে বুঝবেন?"
[আরও পড়ুন: বাঁকুড়ার জলে ডুবল ঘাটাল, তিন স্কুলের মাঠে নৌকো, ২০টি প্রাথমিকে পড়াশোনা শিকেয় ]
এর আগে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে বড় অঙ্কের মানহানি মামলায় জড়ান কঙ্গনা রানাউত। “দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিস্টান” বলেও কটাক্ষ করেছিলেন। জাত তুলে ‘জগাখিচুড়ি’ও বলেছিলেন। সেই সঙ্গে শেয়ার করেছিলেন ছবিটি। তাতেই অভিনেত্রী তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়। মামলাটি করেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র।
সংসদে মোদি সরকারকে আক্রমণ শানাতে গিয়ে মহাভারতের চক্রব্যুহর প্রসঙ্গ তুলেছিলেন রাহুল গান্ধী। অভিযোগ করেছিলেন, কৃষক, ছাত্র, ছোট ব্যবসায়ীরা এই চক্রব্যুহে আটকে পড়েছেন। রাহুল বলেন, ২০ জন আধিকারিক মিলে বাজেট তৈরি করেছেন যেখানে দেশের ৭৩ শতাংশ দলিত-আদিবাসী-পিছিয়ে পড়া পড়া জনজাতিদের কেউ নেই। দেশে ধর্মের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে। যা এই দেশে মতাদর্শ নয়। সব ধর্মের মানুষ এই চক্রব্যুহের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। হিন্দু ধর্মে এর নাম ‘শিব কি বারাত’। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আবার কঙ্গনা বলেছিলেন, "আমার মনে হয় রাহুল গান্ধী ড্রাগস নেন। তাঁর শারীরিক পরীক্ষা হওয়া উচিত।" তারকা সাংসদের এই মন্তব্য নিয়েও তুমুল চর্চা হয়েছিল।