সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে ছন্দের লড়াই। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) বিঁধে কবিতা লিখেছিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তাঁকে পালটা দিয়ে আবার কবিতার ভিডিও আপলোড করেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এবার বিজেপির তারকা নেতাকে ছন্দের মাধ্যমে বিঁধলেন মদন মিত্র (Madan Mitra)।
জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কবিতার প্যারোডি করেন রুদ্রনীল। কবিতার নাম দেন ‘অনুমাধব’। তাঁর এই প্যারোডিতে উঠে এসেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) সিবিআই তলব, তাঁর হাসপাতালে ভরতি প্রসঙ্গ। শাসকদলকেও এই কবিতার মাধ্যমে খোঁচা দেওয়া হয়।
“অনুমাধব হাসপাতালে তোমার বুকে ব্যথা
অক্সিজেনে টান পড়েছে, কুঁকড়ে গেছ নেতা
আমি যখন নবম শ্রেণি, আমি তখন শাড়ি
তখন তোমার হয়নি এমন এত্ত বড় ভুঁড়ি…”
এমন লাইন লেখা ছিল রুদ্রনীলের কবিতায়। তার পালটা দিয়েই ফেসবুকে মদন মিত্র “রুদ্ধ নীলের আর্তনাদ” নামের কবিতা লিখে পোস্ট করেন।
[আরও পড়ুন: SSC দুর্নীতি মামলা: সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, সাময়িক স্বস্তি পার্থর]
“রুদ্র রূপ দেখেছো কি / ওহে মাধব নীল…” এই লাইনের মাধ্যমে শুরু হয়েছে মদন মিত্রর কবিতা। তাতে বিজেপির তারকা সদস্যের দাড়ি নিয়েও খোঁচা দেওয়া হয়েছে। “লাজও গেছে,
লেজ তো গেছে কবে…”, এমন লাইনও রয়েছে মদনের কবিতায়। প্রতিটি ছত্রেই তিনি বিজেপির তারকা নেতাকে বিঁধেছেন।
মদন মিত্রর আগে রুদ্রনীল ঘোষকে একহাত নেওয়ার জন্য কবিতার ভিডিও আপলোড করেছিলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। ”মার্ক্স, লেনিন, স্ট্যালিন মিশে শিরায় শিরায় ইনকিলাব/ গালের গোড়ায় হালকা দাড়ি – ভুরুর নিচে বিজ্ঞ ভাব/ আজকে দাদুর দাড়ির মাঝে খুঁজেছো কাশবন / রামের তরে ভাসিয়ে দিলে ইনকিলাবি মন?” এমন লাইনের মাধ্যমে বিজেপি নেতাকে (BJP Leader) একহাত নেন তিনি।