স্টাফ রিপোর্টার: আগামী বছর বড়দিনের আগে খুলে দেওয়া হবে দিঘার জগন্নাথ মন্দির। কাজের হার দেখে সন্তোষপ্রকাশের পর মঙ্গলবার প্রাথমিকভাবে সরকারের সিদ্ধান্তেই সিলমোহর দিল বিধানসভার নগরোন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির। জানিয়ে দিল, আগামিদিনে দিঘার পর্যটন বা ধর্মীয় পর্যটনের অন্যতম আকর্ষণ হতে চলেছে এই মন্দির। নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি হচ্ছে মন্দিরটি। গত ফেব্রুয়ারিতে মন্দিরের নকশা তৈরি হয়। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথরে ২০ একর জমির উপর হিডকো তৈরি করছে মন্দিরটি। কারিগরও সেখানকার।
Advertisement
[আরও পড়ুন: নয়া চমক রাজ্যের পর্যটন দপ্তরের, এবার কলকাতার কাছেই রোপওয়ে ভ্রমণের সুযোগ ]
৬৫ মিটার উঁচু মন্দিরটি তৈরির প্রাথমিক খরচ ধরা হয় ১০০ কোটি টাকা। তা ১২৮ কোটি পেরোতে পারে। কাজ ৩৩ শতাংশ পর্যন্ত এগিয়েছে। কমিটির চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়-সহ অপূর্ব সরকার, দেবাশিস কুমারের মতো সদস্যরা তাঁদের মত জানান হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনকে। তাঁর কাজের প্রশংসায় অপূর্ববাবু জানিয়েছেন, ‘‘দিঘার ধর্মীয় পর্যটনের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এই মন্দির।’’ আগেরদিনই হলদিয়ায় কমিটির আরও একটি বৈঠক হয়। স্থানীয়দের উন্নত চিকিৎসার কথা ভেবে জরুরিভিত্তিতে একটি ট্রমা কেয়ার সেন্টারের কাজ শেষ করার কথা। পিপিপি মডেলে কাজ হচ্ছিল। কিছু সমস্যার জন্য কাজ বাকি। দেবাশিস কুমারের কথায়, ‘‘শিল্পনগরীকে মাথায় রেখে এই ট্রমা কেয়ার সেন্টারের কাজ শেষ করতে গতি আনতে হবে।’’