সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার বিতর্কে জড়ান তিনি। কখনও হিন্দুত্ব নিয়ে আবার কখনও আরএসএস নিয়ে, বিতর্কিত মন্তব্যে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের জুড়ি মেলা ভার। আবারও সেই বিতর্কেরই সৃষ্টি করলেন কংগ্রেস নেতা। এবারে তাঁর দাবি রামভক্ত নন মোদি, মিথ্যেই ভক্তি দেখান।
[ইস্যু নেই তাই আলিঙ্গনের ‘নাটক’, রাহুলকে তোপ মোদির মন্ত্রীর]
আসলে গত বছর রামলীলা ময়দানে রামলীলায় হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেখা যায়, রামচন্দ্রের আরতি করার সময় জুতো পায়ে ছিল প্রধানমন্ত্রীর। আবার পরে রাবণের কুশপুতুলে অগ্নিবাণ ছোড়ার সময় ধনুকটাই ভেঙে ফেলেন মোদি। হঠাতই বছরখানকে আগের সেই ছবি পোস্ট করে মোদির রামভক্তিকে চ্যালেঞ্জ করলেন কংগ্রেস নেতা। তাঁর দাবি মোদিজি রামচন্দ্রকে কতটা শ্রদ্ধা করেন তা এই ছবি দেখলেই বোঝা যায়। দিগ্বিজয় বোঝাতে চেয়েছেন আসলে সম্মান নন, আরতির ছলে শ্রীরামচন্দ্রকে অপমানই করেছেন মোদি।
দিগ্বিজয় সিং হঠাৎ করে পুরনো ছবি তুলে ধরে মোদিকে কেন তোপ দাগতে গেলেন তা অবশ্য অনেকেরই বোধগম্য হচ্ছে না। তবে রাজনৈতিক মহল মনে করছে, সামনেই মধ্যপ্রদেশ ভোট। তাঁর আগে যেনতেনপ্রকারণে বিজেপি তথা মোদিকে খোঁচা দিতে চাইছেন দিগ্বিজয়। আসলে, একসময় সনিয়া তথা রাহুলের ঘনিষ্ঠ হলেও বারবার বিতর্কিত মন্তব্য করায় আপাতত কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছে না মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এমনকি কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকেও বাদ গিয়েছেন তিনি। তাই তিনিও চাইছেন যে কোনও উপায়ে প্রচারে থাকতে।