সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কসবা কাণ্ডে শোরগোল শহরজুড়ে। এরই মাঝে বিস্ফোরক প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বললেন, "পরিস্থিতি ভয়ংকর। কখন কার গুলি লেগে যাবে কেউ জানে না।" বিজেপি নেতা দাবি করলেন, সমাজবিরোধীরা তৃণমূলের সঙ্গে মিশে অশান্তি করছে।
শুক্রবার সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেসময় দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে তাঁর উপর অতর্কিত হামলা চালায়। বাইকের পিছনে বসা ব্যক্তি পিস্তল বের করে সুশান্তবাবুকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু কোনও কারণে ট্রিগার জ্যাম হয়ে গিয়ে গুলি বেরোয়নি। অল্পের জন্য প্রাণরক্ষা হয় তৃণমূল কাউন্সিলরের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল কলকাতাজুড়ে। শনিবার সকালে এই ইস্যুতেই মুখ খুললেন দিলীপ ঘোষ। বললেন, ''পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ংকর। কখন যে কার গুলি লেগে যাবে কেউ জানে না।"
এদিন সরাসরি তৃণমূলকে নিশানা করলেন দিলীপ। বললেন, "সমাজ বিরোধীরা সব তৃণমূলে মিশে একাকার হয়ে গিয়েছে। কেউ কেউ এখন তাঁদের মধ্যেই জন প্রতিনিধি হয়েছে। আর পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি, বালির গাড়ি থেকে টাকা তুলে পার্টিকে দেওয়া। ফলে অপরাধীরা যা খুশি করছে। কেউ কিছু বলছে না।" দিলীপ ঘোষের দাবি, ভাগ বাটোয়ারার দাবিতে তৃণমূলের অশান্তি নতুন কিছু নয়। কসবা কাণ্ড নাকি এই অশান্তিরই ফল।