shono
Advertisement

‘ইন্ডিয়া নয়, ভারতই, পছন্দ না হলে বেরিয়ে যেতে পারেন’, ফের ‘দেশছাড়া’ করার হুঙ্কার দিলীপের

বিরোধীদের কটাক্ষ, দলে কল্কে পান না দিলীপ। ভেসে থাকতে এসব আলটপকা মন্তব্য় করছেন।
Posted: 12:22 PM Sep 10, 2023Updated: 05:11 PM Sep 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া-ভারত বিতর্কে আরও ঘি ঢাললেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর হুঙ্কার, “ইন্ডিয়া নয়, দেশের নাম রাখা হবে ভারত। যাঁর বা যাঁদের পছন্দ হবে না, তাঁরা দেশের বাইরে চলে যেতে পারেন।” সব পালটে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল ও সিপিএম। তাদের কটাক্ষ, দলে কল্কে পান না দিলীপ। তাই ভেসে থাকতে এসব আলটপকা মন্তব্য় করছেন।

Advertisement

রবিবার খড়গপুরে চায়ে পে চর্চা হাজির ছিলেন সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকেই ইন্ডিয়া-ভারত বিতর্ক নিয়ে মুখ খোলেন তিনি। দিলীপ ঘোষের কথায়, “India নয়, দেশের নাম রাখা হবে শুধুমাত্র ভারত।” যারা এর বিরোধিতা করবেন তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার নিদান দেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি। শুধু তাই নয়, তাঁর হুঙ্কার, “সব পালটাচ্ছে। পালটে দেব আমরা। কারোর হিম্মত নেই আটকে রাখার।” তাঁর প্রশ্ন, “যার আজ বিরোধিতা করছে…তামিলনাড়ু যেমন, তাহলে মাদ্রাজকে চেন্নাই করা হল কেন? ভারতের বেশির ভাগ বড় শহরের নাম পালটে গিয়েছে।” এরপর কলকাতার রাস্তায় ব্রিটিশ আমলের মূর্তি উপড়ে ফেলার কথাও শোনা যায় তাঁর গলাতে।

[আরও পড়ুন: মাঝরাতের গোপন চিঠিতে ব্রাত্যর নামে নালিশ? রাজ্যপালের জোড়া ‘পত্রবোমা’ ঘিরে তুঙ্গে জল্পনা]

এ প্রসঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “ব্রিটিশ, পর্তুগিজ, মোঘলরা হাজার বছর দেশকে পদদলিত করে রেখেছিল। তাঁদের কোনও চিহ্ন ভারতে থাকবে না। কলকাতার রাস্তায় বহু ব্রিটিশদের মূর্তি ছিল। এখন ক’টা আছে? একটা দু’টো এখনও রয়েছে। সব তুলে উপড়ে ফেলব, খালি বিজেপি ক্ষমতায় আসুক।” উড়ে ফেলা মূর্তি মিউজিয়ামে ঠাঁই নেবে বলেও আগাম জানিয়েছেন তিনি। আর রাস্তায় বসবে ভগীরথের চিহ্ন। শঙ্করাচার্যের মূর্তি।

 

দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল ও সিপিএমের প্রতিনিধিরা। তৃণমূল সাংসদ শান্তনু সেনের কথায়, “দেশের স্বাধীনতার যুদ্ধে বিজেপি অংশ নিয়েছিল? ওরা তো মুচলেকা দিয়েছিল। ক্ষমা চেয়েছিল। ওরা কীভাবে স্বাধীনতা নিয়ে কথা বলে। আসলে দলে কল্কে পাচ্ছে না দিলীপ ঘোষ। তাই ভেসে থাকার চেষ্টা করছেন।” সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, “দলেই ওঁকে কেউ পাত্তা দেয় না। তাই এসব বলছেন।”

[আরও পড়ুন: ‘কাজ কম, মাইনে বেশি, তাই টাকা দিয়ে শিক্ষকের চাকরি কেনা’, সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার