সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট নিয়ে সরগরম দেশ। আর সেই ছোঁয়া এবার বিনোদুনিয়াতেও। যদিও রাজনীতির সঙ্গে বর্তমানে গ্ল্যামারজগৎ ওতপ্রোতোভাবে জড়িত। আর সেই নির্বাচনী আবহেই রাজনীতির ভয়ংকর খেলায় দিতিপ্রিয়া রায়। অভিনেত্রী বলছেন, "গদি দখলের নেশা যদি একবার কারও মধ্যে ঢুকে যায়, তাহলে আর যাই হোক রাজনীতি হয় না!"
আসলে 'রাজনীতি' ওয়েব সিরিজের সিক্যুয়েলের ঝলকেই দিতিপ্রিয়াকে দেখা গেল তরুণ নেত্রীর ভূমিকায়। 'আবার রাজনীতি' সিরিজে তৃণমূল, বিজেপি কিংবা সিপিএমের দ্বৈরথ নেই। রয়েছে রীজপুরের রাজনৈতিক সমীকরণ। আগের সিরিজের সূত্র ধরেই পারিবারিক দ্বন্দ্ব, বিশ্বাস-অবিশ্বাস আর প্রতিহিংসার গল্প দেখা যাবে। পরিচালক সৌরভ চক্রবর্তী এই ভোট আবহেই 'আবার রাজনীতি'র ট্রেলার প্রকাশ্যে নিয়ে এলেন। সেই ঝলকেই ইঙ্গিত মিলল যে এবার রাজনীতির খেলা আরও ভয়ঙ্কর হতে চলেছে।
[আরও পড়ুন: ‘শিলাজিৎ কি কম শয়তান…!’, কোন কথা ফাঁস করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?]
কৌশিক গঙ্গোপাধ্যায়ের লুকে দারুণ চমক অপেক্ষা করছে এবার। গতবারের মতো কনীণিকা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রেও শেড রয়েছে। এবারও সিরিজের মধ্যমণি দিতিপ্রিয়া রায়। রাজনীতি, বিশ্বাস-অবিশ্বাস আর এক গদি দখলের লড়াইয়ের গল্প দেখা যাবে এখানে। এই রাজনীতি রাজ্যের সঙ্গে রাজ্যের নয়, কোনও রাজনৈতিক দলেরও নয়, এই রাজনীতি ক্ষমতা দখলের লড়াই এক পরিবারে মধ্যেই।