shono
Advertisement

Breaking News

ভাঙড়ে তিনদিন ধরে পুড়ছে বিপুল নথি, ছাই ঘেঁটে দুর্নীতি তদন্তের সূত্র খুঁজছে CBI

ভাঙড়ের ব্লক তৃণমূল সভাপতির বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলায় হানা দিয়েছিল CBI।
Posted: 12:05 PM Apr 18, 2023Updated: 01:11 PM Apr 18, 2023

দেবব্রত মণ্ডল: কথায় আছে, ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন।’ সেই প্রবাদই যেন এখন সম্বল সিবিআইয়ের। মঙ্গলবার সকালে আচমকাই খবর ছড়ায়, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পুড়়িয়ে ফেলা হচ্ছে প্রচুর নথি। খবর শুনেই ছুটে যান সিবিআই আধিকারিকরা। অর্ধেক জ্বলে যাওয়া নথি সংগ্রহ করছে তাঁরা। তবে কীসের নথি, কারা জ্বালিয়ে দিচ্ছিলেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। কোন সত্য গোপন করতে কোন গুরুত্বপূর্ণ নথি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Advertisement

উল্লেখ্য়, দিন কয়েক আগেই ভাঙড় ১ ব্লকের তৃণমূল (TMC) সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার করে নিয়ে গিয়েছিল তারা। এই নথি জ্বালানোর সঙ্গে সেই নিয়োগ দুর্নীতি বা শাহজাহানের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে সিবিআই।

[আরও পড়ুন: গৃহযুদ্ধের সুদানে মৃত পেরল ২০০, সেনাপ্রধানকে ফোনে সংঘর্ষবিরতির বার্তা মার্কিন বিদেশসচিবের]

 

স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের কাশিপুরগড়ি এলাকার আন্দুলগড়ি মৌজায় চারদিকে পাঁচিল ঘেরা একটি বিশাল জমি রয়েছে। সেই জমিতেই গত তিনদিন রাশি-রাশি নথি পোড়ানো হয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল থেকে এই নথি পোড়ানো শুরু হয়েছিল। এই খবর কানে যেতেই মঙ্গলবার সকালে সিআরপিএফকে সঙ্গে নিয়ে ভাঙড়ের জমিতে হানা দেয় সিবিআইয়ের বিশেষ টিম। জমির চারদিকে আধাসেনা মোতায়েন করে আগুন নেভানোর কাজ করছেন সিবিআই আধিকারিকরা। অর্ধেক পুড়ে যাওয়া নথি ঘেঁটে সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। কীসের নথি, কারা পুড়িয়ে ফেলছিল, কী উদ্দেশ্যে রাশি-রাশি কাগজ পোড়ানো হচ্ছিল, তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

[আরও পড়ুন: AI ব্যবহারের ফল, এবার পর্ন ছবিতে দেখা যেতে পারে আপনার মুখও! আশঙ্কা বিশেষজ্ঞদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার