shono
Advertisement

Breaking News

আমেরিকায় গুজরাটি শিল্পীর অনুষ্ঠানে ডলার-বৃষ্টি প্রবাসী ভারতীয়দের, কত টাকা উঠল জানেন?

ইউক্রেনের অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই ছিল এই সংগীতানুষ্ঠান।
Posted: 06:24 PM Mar 30, 2022Updated: 07:10 PM Mar 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে (Ukraine-Russia War) সামরিক অভিযান শুরু করে পুতিন বাহিনী। তার পর থেকেই যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে পালাচ্ছে মানুষ। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংক্রান্ত বিভাগের (UNHCR) হিসেব বলছে, এখনও পর্যন্ত ৩৯ লক্ষ মানুষ দেশ ছেড়েছেন। ইউক্রেনের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে অর্থসংগ্রহ শুরু করেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও ওষুধ, খাবার, অর্থ দিয়ে সাহায্য করছেন বহু তারকা থেকে সাধারণ মানুষ। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপন্নদের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী ভারতীয়রা। কোটি টাকা দান করলেন তাঁরা।

Advertisement

রবিবার আমেরিকা প্রবাসী গুজরাটিরা (Gujarati) একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করেন আটলান্টা (Atlanta) শহরে। সেখানে বিপুল সংখ্যক শ্রোতার সামনে সংগীত পরিবেশন করেন গুজরাটি লোকসংগীত শিল্পী গীতাবেন রাবারি (Geetaben Rabari)। গীতার এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অসহায়দের আর্থিক সাহায্য করা। এদিন সেই ডাকে সাড়া দিয়ে কার্যত ডলার ওড়ালেন আমেরিকার বাসিন্দা বিত্তবান গুজরাটিরা। গীতার অনুষ্ঠান থেকে উঠল মোট ২ কোটি ২৩ লক্ষ টাকা। সবটাই কাজে লাগবে ইউক্রেনের মানুষের পাশে দাঁড়াতে।

[আরও পড়ুন: লাগাতার বাড়ছে পেট্রল-ডিজেলের দাম, হাইড্রোজেন চালিত গাড়িতে সংসদে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী]

ইনস্টাগ্রামে (Instagram) অনুষ্ঠানের ফটো ও একটি ভিডিও ক্লিপ (Video Clip) শেয়ার করেন শিল্পী গীতাবেন। সেখানে দেখা গিয়েছে, ইউক্রেনের মানুষের জন্য ডলারবৃষ্টি করছেন আটলান্টার প্রবাসী ভারতীয়রা। তাঁরা অনুষ্ঠানে গীতাবেনের গানের আনন্দও নেন। পরে কোনও কারণে ওই ভিডিওটিকে নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেন শিল্পী। যেভাবে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য অকাতরে ডলার বিলিয়েছেন আমেরিকার বাসিন্দা ভারতীয়রা, তাঁর প্রশংসা করছে সকলেই। ঘটনায় মুগ্ধ স্বয়ং শিল্পী গীতাবেন রাবারিও। 

[আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, কেজরিওয়ালের বাড়িতে ‘হামলা’ বিজেপি কর্মীদের]

প্রসঙ্গত, ভয়ংকর যুদ্ধে গৃহহীনদের সংখ্যা যত বাড়ছে, ততই চাপ পড়তে শুরু করেছে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিকে ছাপিয়ে ইউরোপের অন্য অংশেও। জানা গিয়েছে ফ্রান্স (France), স্পেন (Spain), পর্তুগালে (Portugal) আশ্রয় নিতে শুরু করেছেন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালানো বহু মানুষ। শুধুমাত্র ফ্রান্সেই (France) আশ্রয় নিয়েছেন ৩০ হাজার শরণার্থী। এই বিষয়ে ফ্রান্সের গৃহ ও আবাসনমন্ত্রী এমানুয়েল ওয়ারগন জানিয়েছেন, শরণার্থীদের জন্য খাবার ও অন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে ফ্রান্স সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার