shono
Advertisement

চা খাওয়ালেন মাইক্রোসফটের কর্নধার বিল গেটসকে! জানেন কে এই ‘ডলি চাওয়ালা’? 

ইনস্টাগ্রামে জনৈক চাওয়ালার অনুগামীর সংখ্যা প্রায় ১২ হাজার।
Posted: 08:41 PM Mar 03, 2024Updated: 08:42 PM Mar 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডলি চাওয়ালা, বিল গেটস, নরেন্দ্র মোদি। আপাত বিচ্ছিন্ন তিনটি নাম। মহারাষ্ট্রের (Maharashtra) ছাপোষা চা বিক্রেতা ডলির পাশে মাইক্রোসফটের মালিক ধনকুবের শিল্পপতি বিলের নাম কিছুতেই বসতে পারে না। উভয়ে কার্যত দুই গ্রহের বাসিন্দা। প্রধানমন্ত্রী মোদি ছেলেবেলায় চা বিক্রি করেছেন বলে দাবি করলেও আজ ডলির মতো মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাহলে ওই তিন নাম কী করে পাশাপাশি? সবচেয়ে বড় প্রশ্ন, একজন চা বিক্রেতাকে নিয়ে হঠাৎ এত কথা হচ্ছে কেন?

Advertisement

মহারাষ্ট্রের নাগপুরে রবীন্দ্রনাথ ঠাকুর মার্গে রাস্তার ধারে রয়েছে ছোট্ট এক চায়ের দোকান। সেই দোকানের নাম হল ‘ডলি কি টাপরি’। হ্যাঁ, এই দোকানেরই মালিক হলেন ডলি চাওয়ালা। নাগপুর, কানপুর ছাড়িয়ে গোটা দেশে যার জনপ্রিয়তা বেড়েই চলেছে। সৌজন্যে অভিনব পদ্ধতিতে চা তৈরি এবং বিক্রি। সঙ্গে ছিপছিপ চেহারার ডলির স্টাইল স্টেটমেন্ট-পোশাক, চুল, সানগ্লাস ইত্যাদি। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডলির চা তৈরির মজার কৌশলের ভিডিও। সিগারেটও বিক্রি করেন ডলি। গ্রাহকের সিগারেটে আগুন ধরানোর অন্যন্যতাও দেখার মতো।

 

[আরও পড়ুন: দলীয় তহবিলে ২০০০ টাকা দান ‘ফকির’ মোদির, দেশ গঠনে মুক্তহস্ত হওয়ার অনুরোধ সর্বসাধারণকে]

শুরুতে ডলির ‘কীর্তিকলাপ’ রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করতেন তাঁর গ্রাহকেরাই। জনপ্রিয়তা পেয়ে নিজেই বিভিন্ন সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করতে থাকেন ডলি। বর্তমানে ইনস্টাগ্রামে ডলির অনুগামীর সংখ্যা প্রায় ১২ হাজার। বোঝাই যাচ্ছে, ফুটপাথের পাশের সামান্য চায়ের দোকানদার হলেও ডলি নজর কেড়েছেন বড় মাত্রায়। সেই সূত্রেই নাগপুরে পৃথিবীর অন্যতম ধনী ব্যবসায়ী বিল গেটসের আবির্ভাব।

ভারতে সফরে মাইক্রোসফ্‌টের কর্ণধার মুকেশ আম্বানির পুত্রের প্রাক-বিবাহ সমারোহে যোগ দিয়েছেন যেমন, তেমনই দিল্লি আইআইটিতে বক্তৃতা দিয়েছেন। গিয়েছিলেন ওড়িশার মা মঙ্গলা বস্তিতে। পাশাপাশি নাগপুরে গিয়ে ডলির তৈরি অভিনব চা খান। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ডলির কাণ্ডে মুগ্ধ বিল বক্তব্য, নতুনত্ব আর অভিনবত্বে ভরা ভারত। এক কাপ চা তৈরিতেও কত কায়দা! মুগ্ধতা প্রকাশ করেন বিল।

 

[আরও পড়ুন: মেলেনি টিকিট, অভিমানে রাজনীতি ছাড়লেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, অস্বস্তিতে বিজেপি]

এদিকে ডলি জানিয়েছেন, বিল সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর। ভেবেছিলেন সাধারণ একজন বিদেশি। পরে জানতে পারেন বিল গেটস কত বড় ব্যক্তিত্ব। নিজের স্বপ্নের কথাও জানিয়েছেন ডলি। তিনি বিল গেটসের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক কাপ চা খাওয়াতে চান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার