shono
Advertisement

Breaking News

কাটল অচলাবস্থা, ৩৬ দিন পর খুলছে মার্কিন কোষাগার

সোমবার থেকে শুরু সরকারি কাজকর্ম৷ The post কাটল অচলাবস্থা, ৩৬ দিন পর খুলছে মার্কিন কোষাগার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:20 PM Jan 26, 2019Updated: 08:20 PM Jan 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মাথানত করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। ৩৬ দিন পর শাটডাউন প্রত্যাহার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ ঘোষণা করলেন, আগামী সোমবার থেকে খুলে যাবে মার্কিন কোষাগার৷ শুরু হয়ে যাবে সমস্ত সরকারি দপ্তরের কাজকর্ম৷ তবে এই সিদ্ধান্ত জারি থাকবে কেবলমাত্র তিন সপ্তাহের জন্য। এর মধ্যে মার্কিন কংগ্রেস মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না করলে, ফের মার্কিন মুলুকে জারি হবে শাটডাউন৷ মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, এই অর্থ বরাদ্দ করতে, দরকার পড়লে তিনি সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের পথে হাঁটবেন৷

Advertisement

[ভাঙল বাঁধ, নিমেষেই ধ্বংসস্তূপ ব্রাজিলের আকরিক খনি ]

শুক্রবার দ্বিপাক্ষিক চুক্তি পর এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট৷ আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি৷ জানান, খুব কম সময়ের জন্যই সরকারি কাজকর্ম চালু হচ্ছে৷ সেই শর্তেই বিলে স্বাক্ষর করা হয়েছে। ২১ দিনের মধ্যে কংগ্রেস আগের সিদ্ধান্তের পরিবর্তন না করলে, ১৫ ফেব্রুয়ারি থেকে সরকারকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে৷ ডেমোক্র্যাটদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, আইন তাঁকে যে সর্বোচ্চ যে ক্ষমতাগুলি দিয়েছে, অর্থ বরাদ্দের জন্য সে সবেরই ব্যবহার করবেন তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে গ্রাহ্য করতে নারাজ বিরোধী ডেমোক্র্যাটরা৷ চাক স্কুমার বলেন, “প্রেসিডেন্ট নিজের ভুল বুঝতে পেরেছেন।” তবে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা৷

[‘টাইম বম্ব’! আবহাওয়া পরিবর্তনের ভবিষ্যৎ নিয়ে সাবধানবাণী বিজ্ঞানীদের]

প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়াকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিবাদ চলছে ডেমোক্র্যাটদের৷ দেওয়াল নির্মাণের জন্য কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার অর্থের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ওই পরিমাণ দিতে সম্মত হননি কংগ্রেসের সদস্যরা৷ বিশেষ করে ডেমোক্র্যাটরা৷ কংগ্রেসকে চাপে ফেলতে এরপরই মার্কিন মুলুকে শাটডাউন ঘোষণা করেন ট্রাম্প৷ বন্ধ হয়ে যায় মার্কিন কোষাগার৷ আমেরিকার ইতিহাসে শুরু হয় সবচেয়ে দীর্ঘ মেয়াদের শাটডাউন৷ যার ফলে গত কয়েক সপ্তাহ ধরে বিনা পারিশ্রমিকে কাজ করতে হয় সরকারের ৮ লক্ষ কর্মচারীকে। বন্ধ হয়ে যায় অনেক সরকারি দপ্তরের কাজকর্ম৷ বহু আলোচনা সমালোচনার পর ৩৬ দিনের মাথায় কাটল অচলাবস্থা৷ শাটডাউন প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট৷

The post কাটল অচলাবস্থা, ৩৬ দিন পর খুলছে মার্কিন কোষাগার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement