shono
Advertisement
Donald Trump

মৃত্যুমুখ থেকে ফিরেই প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প, নির্বাচিত হয়ে 'দলবিরোধী' চমক নেতার

রানিং মেটও বেছে নিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Anwesha AdhikaryPosted: 08:59 AM Jul 16, 2024Updated: 09:05 AM Jul 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনদুয়েক আগেই নির্বাচনী প্রচারে গিয়ে 'গুলিবিদ্ধ' হয়েছিলেন। এবার সরকারিভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী হলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি বেছে নিলেন নয়া রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে। ট্রাম্পের সহাকারী হওয়ার জন্য নির্বাচনে লড়বেন ৩৯ বছর বয়সি জেডি ভ্যান্স। উল্লেখ্য, চলতি বছরের শেষেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে।

Advertisement

সোমবার মিলাউকিতে ছিল রিপাবলিকানদের সম্মেলন। সেখানে কার্যত নায়কের মতো করে বরণ করে স্বাগত জানানো হয় মৃত্যুমুখ থেকে ফিরে আসা ট্রাম্পকে (Donald Trump)। তার পরেই সরকারিভাবে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ধনকুবেরের নামে সমর্থন জানান রিপাবলিকানদের অধিকাংশ। ইতিমধ্যেই নির্বাচনে জিতে রিপাবলিকান প্রার্থী হিসাবে নিশ্চিত হয়ে গিয়েছিলেন ট্রাম্প। সোমবার শুধু সেই সিদ্ধান্তে সরকারি সিলমোহর পড়ল।

[আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ! ডোডায় জঙ্গি হামলায় শহিদ সেনা অফিসার-সহ ৪ জওয়ান

প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েই রানিং মেট হিসাবে জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন ট্রাম্প। যদিও রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের রানিং মেট হিসাবে তিনি সেভাবে পছন্দের ছিলেন না। বরং ট্রাম্পের কট্টর সমালোচনা করতে বহুবার দেখা গিয়েছে ভ্যান্সকে। তবে সেখান থেকে ধীরে ধীরে ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন। রানিং মেট হিসাবে ভ্যান্সের নাম ঘোষণা করার পরে সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন,"জেডি আমাদের সংবিধানের জন্য লড়বে, আমেরিকাকে সেরার সেরা করে তোলার জন্য সমস্তভাবে কাজ করবে।"

রিপাবলিকানদের প্রার্থী ঘোষণার পরেই পালটা বিবৃতি দেওয়া হয়েছে জো বাইডেনের দলের তরফে। ট্রাম্প-ভ্যান্স জুটি আমেরিকানদের (USA) অধিকার কেড়ে নেবে, মধ্যবিত্তদের সমস্যা বাড়াবে, ধনীদের হয়ে কাজ করবে বলেই তোপ ডেমোক্র্যাটদের। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, যাবতীয় বিরোধিতা উড়িয়ে ফের হোয়াইট হাউসে আসতে চলেছেন ট্রাম্পই।

[আরও পড়ুন: শান্ত স্বভাবের মুখচোরা ছেলেই গুলি করেছে ট্রাম্পকে! মানতেই পারছেন না হতবাক বাবা-মা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার মিলাউকিতে ছিল রিপাবলিকানদের সম্মেলন। সেখানে কার্যত নায়কের মতো করে বরণ করে স্বাগত জানানো হয় মৃত্যুমুখ থেকে ফিরে আসা ট্রাম্পকে।
  • প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েই রানিং মেট হিসাবে জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন ট্রাম্প। যদিও রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের রানিং মেট হওয়ার দৌড়ে সেভাবে তিনি ছিলেন না।
  • রিপাবলিকানদের প্রার্থী ঘোষণার পরেই পালটা বিবৃতি দেওয়া হয়েছে জো বাইডেনের দলের তরফে।
Advertisement