shono
Advertisement

‘আমি নির্বাচিত না হলে দেশে রক্তগঙ্গা বইবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ট্রাম্পের সঙ্গে টক্কর বাইডেনের।
Posted: 08:59 AM Mar 17, 2024Updated: 09:52 AM Mar 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”যদি আমি নির্বাচিত না হই, তাহলে রক্তগঙ্গা বইবে দেশে।” এমনই হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বিতর্কিত রিপাবলিকান নেতার সঙ্গে বাইডেনের ‘ফাইনাল’ আগামী নভেম্বরে। শনিবার ওহিওতে এক জনসভায় সেই প্রসঙ্গে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তাঁকে। বিঁধলেন বর্তমান প্রেসিডেন্টকেও।

Advertisement

শনিবারের সভায় ট্রাম্পের দাবি, আগামী ৫ নভেম্বর তারিখটা হতে চলেছে মার্কিন (US) ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবং সেই সঙ্গেই তাঁর দাবি, তিনি ফের হোয়াইট হাউসে ফিরলে তা দেশের জন্য এক মোড় ঘোরানো মুহূর্তকে নির্মাণ করবে। 

[আরও পড়ুন: এবার অনলাইনে ছুটির দরখাস্ত, সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম]

ঠিক কী বলেছেন ৭৭ বছরের নেতা? তাঁর কথায়, ”তারিখটা মনে রাখুন। ৫ নভেম্বর। আমার বিশ্বাস ওই দিনটাই হতে চলেছে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ।” সেই সঙ্গেই বাইডেনকে ‘দেশের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’ বলেও কটাক্ষ করেন তিনি। এর পরই তাঁর হুঁশিয়ারি, তিনি যদি নির্বাচিত না হন তা হলে ‘রক্তগঙ্গা’ বইবে আমেরিকায়। যদিও এটা পরিষ্কার হয়নি, একথার মধ্যে দিয়ে তিনি ঠিক কী বোঝাতে চাইলেন। 

এদিকে এদিন ট্রাম্পের দাবি, চিনের পরিকল্পনা রয়েছে মেক্সিকোতে গাড়ি তৈরি করে তা মার্কিনিদের কাছেই বিক্রি করার। এপ্রসঙ্গে রিপাবলিকান নেতার হুঁশিয়ারি, ”আমি নির্বাচিত হলে ওরা গাড়িগুলো বিক্রিই করতে পারবে না।” আর এর পরই তিনি বলে ওঠেন, ”এবার আমি নির্বাচিত না হলে সর্বত্র রক্তগঙ্গা বইবে। এটাই সবচেয়ে কম হবে যে, গোটা দেশেই রক্তগঙ্গা বইতে শুরু করবে। অন্তত এটুকু তো হবেই। কিন্তু ওরা গাড়ি কিছুতেই বেচতে পারবে না এখানে।”

[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement